শীঘ্রই বুধের সঙ্গে হাত মিলিয়ে রাহু জুটি তৈরি করতে চলেছে। বর্তমানে বুধ ধনু রাশিতে বসে রয়েছে। অন্যদিকে রাহু কুম্ভ রাশিতে গোচর করছে। আগামীতে বুধও এই একই রাশিতে গোচর করবে। ফলে তখন তাঁদের জুটি তৈরি হবে। ফেব্রুয়ারি মাসের একদম গোড়াতেই এই ঘটনা ঘটবে। ছবি- এআই দ্বারা নির্মিত
2
8
দীর্ঘ ১৮ বছর পর রাহু এবং বুধ কুম্ভ রাশিতে জুটি বানাবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তাঁদের এই গোচরের কারণে লাভবান হবেন কিছু রাশির জাতকেরা। সমস্যা, বাধা, বিপত্তি দূর হবে। জীবনে যেমন শান্তি আসবে, তেমনই হবে ধনপ্রাপ্তি। তালিকায় আছেন কারা? ছবি- এআই দ্বারা নির্মিত
3
8
মেষ: বুধ এবং রাহুর জুটি মেষ রাশির জাতকদের জন্য লাভবান হতে চলেছে। তাঁদের ধনবৃদ্ধি হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে, বা যার থেকে টাকা পান সেই টাকা ফেরত পাবেন। কোনও বিপদ আপদে বন্ধুদের সাহায্য পাবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
4
8
কোনও রোগ বা অসুস্থতায় কাবু থাকলে, স্বাস্থ্য এই সময় ধীরে ধীরে ভাল হবে। যাঁরা ব্যবসায়ী তাঁরা নতুন ব্যবসা শুরু করবেন। ভাল ভাল, লাভজনক অফার পাবেন। পরিবারে সুখ, শান্তি বজায় থাকবে। ছবি- এআই দ্বারা নির্মিত
5
8
মিথুন: এতদিন ধরে যে নানাবিধ সমস্যা, বিপদের সম্মুখীন হতে হয়েছে আপনাকে সেগুলো কেটে যাবে। জীবন অনেক সহজ হবে। নতুন নতুন সুযোগ পাবেন কাজের, মানসিক শান্তি ফেরানোর। ছবি- এআই দ্বারা নির্মিত
6
8
এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন সেটার ফল পাবেন। পদোন্নতি হতে পারে বা আয় বৃদ্ধি। কাজের জায়গায় প্রশংসিত হবেন। বেড়াতে যেতে পারেন এই সময়। তবে বাইরের খাবার এই সময় বেশি না খাওয়াই ভাল। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি। ছবি- এআই দ্বারা নির্মিত
7
8
কুম্ভ: এই রাশিতেই যেহেতু বুধ এবং রাহু জুটি বানাবে তাই কুম্ভ রাশির জাতকদের উন্নতি ঠেকায় কে! নতুন কাজের সুযোগ পাবেন। যাঁরা চাকরি খুঁজছেন বা চাকরি বদলের কথা ভাবছেন, তাঁদের সেই চেষ্টা সফল হবে। যাঁরা ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁরাও সেই কাজে সফল হবেন। ছবি- এআই দ্বারা নির্মিত
8
8
নতুন সম্পত্তি কিনতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসবে আপনার কাঁধে। যাঁরা প্রেম করছেন, প্রেমের মাস ভরপুর রোম্যান্সে কাটবে। আর যাঁরা সিঙ্গল তাঁরা মিঙ্গল হতে পারেন। কোনও ছোটখাটো সমস্যা এলে বুদ্ধিমত্তার জোরে সেটা সহজেই কাটাতে পারবেন। ছবি- এআই দ্বারা নির্মিত