আজকাল ওয়েবডেস্ক:‌ কাতারের মধ্যস্থতায় পণবন্দিদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইজরায়েল ও হামাস। তবে এরই মধ্যে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শেষে গাজায় ফের হামলা চালানো হবে। তিনি জানান, অন্তত আগামী দু’‌মাস এই হামলা চলবে। তিনি ইজরায়েল সেনার উদ্দেশে বলেছেন, ‘‌এটি সাময়িক বিরতি। বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। শীঘ্রই আবার মাঠে নামতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি।’‌