মিল্টন সেন, ‌হুগলি:‌ গঙ্গায় স্নান করতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক। চার দিন কেটে গেলেও খোঁজ মিলল না যুবকের। নিখোঁজ যুবক ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহুয়াগাছি এলাকার বাসিন্দা সুশান্ত রাম (২৪)। পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার ছট পুজো সেরে বাড়ি ফেরেন সুশান্ত। কিছুক্ষণ বাড়িতে থেকে আবার গামছা নিয়ে বেরিয়ে যান সুশান্ত। যাওয়ার সময় মাকে বলে যান গঙ্গায় পুজোর ফুল বিসর্জন দিয়েই ফিরে আসবেন। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ মেলেনি। সুশান্তর বাবা শুকদেব রাম জানিয়েছেন, গঙ্গায় স্নান করতে নেমেই হয়তো তলিয়ে গেছে তাঁদের ছেলে। সাহাগঞ্জ কোয়ার্টার সংলগ্ন ঘাটে স্নান করতে গিয়েছিল সুশান্ত। সেখানে খুঁজতে গিয়ে পরিবারের লোক তাঁর জামাকাপড় পরে থাকতে দেখে। কিন্তু সুশান্তর কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপরই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।