আজকাল ওয়েবডেস্ক: তিরুপতি মন্দিরের প্রসাদ তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হত! মন্দিরের লাড্ডু ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি দিয়ে তৈরি হত! এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন খোদ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রীর এমন অভিযোগ শুনেই পুণ্যার্থীদের কপালে হাত। 

 

মুখ্যমন্ত্রী নাইডুর দাবি, ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি থাকত। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পদে আসার পর খাঁটি ঘি দিয়েই তৈরি হয় মন্দিরের লাড্ডু। অমরাবতীতে এনডিএ বিধায়কদের বৈঠকে নাইডু বলেন, ওয়াইএসআর কংগ্রেসের তিরুপতি মন্দিরের বিশেষ যত্ন নেওয়া হত না। এমনকী মন্দিরের লাড্ডু ঘিয়ের পরিবর্তে পশুর চর্বি দিয়ে তৈরি হত। তাই খেতেন পুণ্যার্থীরা। 

 

মুখ্যমন্ত্রী নাইডুর আরও দাবি, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্দিরের বিশেষ দেখভাল করা হয়। বিশেষত প্রসাদে আর পশুর চর্বি ব্যবহার করা হয় না। লাড্ডু তৈরি হয় খাঁটি গিয়ে। মন্দির ও মন্দির চত্বর নিয়মিত স্যানিটাইজ করা হয়। ফলে সার্বিকভাবে এর উন্নতিই হচ্ছে। 

 

মুখ্যমন্ত্রীর এহেন অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুণ্যার্থীদের মধ্যে। তাঁর এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে এবং এই মন্তব্য 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলেও কটাক্ষ করেছে ওয়াইএসআর কংগ্রেস শিবির। পুণ্যার্থীদের ভাবাবেগে আঘাত হানতে এই মন্তব করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।