আজকাল ওয়েবডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধী পরিবারকে আক্রমণ করল বিজেপি। বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, গান্ধী পরিবারকে এই ঘটনার দায় নিতে হবে। গান্ধী পরিবার দেশের স্বাধীনতায় সবথেকে বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করলেও নিজের দলের সম্পদও তৈরি করেছে। ন্যাশনাল হেরাল্ড তখন তৈরি হয়েছিল যখন কেন্দ্রে বিজেপি সরকার ছিল না। তাই ইডি নিয়ে কংগ্রেসের অভিযোগের কোনও দাম নেই। যে পরিবার এতবড় দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা ক্ষমতার অপব্যবহার করেছে। গুজরাট দাঙ্গা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর যে অভিযোগ উঠেছিল তার ফল কি হয়েছে তা সকলেই জানেন। কিন্তু কংগ্রেসের মত ব্যবহার সেদিন তার কাছ থেকে পাওয়া যায়নি। প্রসঙ্গত, ন্যাশনাল হেরাল্ড মামলায় বড় পদক্ষেপ গ্রহণ করেছে ইডি। কংগ্রেস নিয়ন্ত্রণাধীন দুই সংস্থার ৭৫২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে তারা। এই দুটি সংস্থাই কংগ্রেস নিয়ন্ত্রিত। এই দুটি সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত সোনিয়া এবং রাহুল গান্ধী। এর আগেও সোনিয়া-রাহুলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে কোনও কংগ্রেস নেতাকে গ্রেপ্তার করেনি ইডি।