আজকাল ওয়েবডেস্ক: পিপিএফ সংক্রান্ত নিয়মে বড়সড় আসতে চলেছে। যদিও আগেই নতুন নির্দেশিকা ঘোষণা করা হয়েছে। আর কিছুদিনের মধ্যেই তা কার্যকর হতে চলেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ পিপিএফ সংক্রান্ত বিষয়ে তিনটি নিয়মে পরিবর্তন আনছে। পয়লা অক্টোবর থেকেই নিয়মগুলো কার্যকর হবে।
কোন কোন নিয়ম পরিবর্তন করা হবে? সূত্রের খবর, যাদের একাধিক পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, ১৮ বছরের নীচে কারোর অ্যাকাউন্ট থাকলে, এনআরআইদের জন্য পিপিএফ অ্যাকাউন্টের মতো বিষয়গুলিতে পরিবর্তন আসতে চলেছে। যা আর কিছুদিনের মধ্যেই কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর বয়সের নীচে যারা, তারা যতদিন প্রাপ্তবয়স্ক হচ্ছে, ততদিন পর্যন্ত পিওসিএ অর্থাৎ পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদ পাবে। প্রাপ্তবয়স্ক হলে, ১৮ বছরে পা দিলেই ফের সাধারণ হারে সুদ দেওয়া হবে।
যাদের একাধিক পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, স্কিমের সুদের হার অনুসারে তাদের প্রাথমিক অ্যাকাউন্টকে ধরা হবে। দ্বিতীয় অ্যাকাউন্টের টাকা নিয়ম অনুযায়ী প্রাথমিক অ্যাকাউন্টে পাঠানো হবে। প্রাথমিক ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া আর কোনও অ্যাকাউন্ট থাকলে, তার সুদ পাওয়া যাবে না।
এনআরআই পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদ দেওয়া হবে। তারপর আর সুদ পাওয়া যাবে না। পাশাপাশি যে পিপিএফ অ্যাকাউন্টগুলিতে দীর্ঘদিন কোনও লেনদেন হচ্ছে না, সেগুলির উপরেও বিশেষ নজর রাখছে সরকার।
