আজকাল ওয়েবডেস্ক: বাগদানের পরে ফষ্টিনষ্টি যুবকের। দিন কয়েক পরেই জানতে পারেন তরুণী। তুমুল অশান্তি এড়াতে নতুন প্রেমিকার সঙ্গে মিলে হবু স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন যুবক। বড়দিনের আবহে হাড়হিম হত্যাকাণ্ড যোগীরাজ্যে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে‌। পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সি এক তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় তাঁর হবু বর, তাঁর প্রেমিকা এবং প্রেমিকার মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

পুলিশ আধিকারিক বিকাশ কুমার আরও জানিয়েছেন, বলরামপুরের লাদিহ হুসেইনাবাদ গ্র্যান্ট এলাকার বাসিন্দা ১৮ বছরের শালিমুণীশ। কয়েক মাস আগে গোন্দা জেলার বাসিন্দা ২২ বছরের ইমরানের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল তরুণীর। 

 

বাগদানের পরেই সাকিনা নামের আরেক তরুণীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ শুরু হয় ইমরানের। ক্রমেই সাকিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। দিন কয়েক পরেই এই সম্পর্কের কথা জানতে পারেন শালিমুণীশ। তখনই শুরু হয় ঝামেলা। 'পথের কাঁটা' শালিমুণীশকে সরাতেই খুনের পরিকল্পনা করেন ইমরান ও সাকিনা। 

 

গত মঙ্গলবার শালিমুণীশকে ঘরে ডাকেন সাকিনা। যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন ইমরান। দু'জনে মিলে সেদিন শালিমুণীশকে শ্বাসরোধ করে খুন করেন। প্রমাণ লোপাটের জন্য ইমরান, সাকিনা ও সাকিনার মা তরুণীর গায়ে কেরোসিন ঢেলে দেন। এরপর দেহটি জ্বালিয়ে দেন। আত্মহত্যার ঘটনা বলেও শেষরক্ষা হয়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তিন অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে তারা। 

https://m.

&pp=0gcJCR4Bo7VqN5tD

প্রসঙ্গত, কয়েক মাসে আগেই আরও এক নৃশংস ঘটনা ঘটেছিল। হবু স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন এক যুবক। কিন্তু কিশোরী তাতে রাজি ছিল না। এদিকে ফাঁকা বাড়িতে যৌনতার শখ মাথায় চাপে যুবকের। স্ত্রীর মেজাজ দেখে রেগে লাল হয়ে যান। অবশেষে কিশোরীকে ধর্ষণ করে, শ্বাসরোধ করে খুন করেন তিনি। বিয়ের আগে হাড়হিম কাণ্ডে শিউরে উঠেছিলেন সকলে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের পালগড়ে। কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরীকে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য জোরাজুরি করছিলেন ওই যুবক। এদিকে যৌনতায় লিপ্ত হতে অনিচ্ছুক ছিল ওই কিশোরী। এর জেরেই কিশোরীকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করেন তিনি। 

 

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত বুধবার। বিদালধার গ্রামে ওই কিশোরীর বাড়িতে গিয়েছিলেন যুবক। এর কয়েক মাস আগেই কিশোরীর সঙ্গে যুবকের বাগদান সম্পন্ন হয়েছিল। কাজের জন্য কিশোরীর বাবা, মা বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা ছিল। সেই নির্জনতার সুযোগেই অভিযুক্ত যুবক কিশোরীর সঙ্গে দেখা করতে আসেন। 

 

ফাঁকা বাড়িতে কিশোরীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে চেয়েছিলেন যুবক। কিন্তু তাতে আপত্তি জানায় কিশোরী।‌ এরপরেই কিশোরীকে ধর্ষণ করেন তিনি। তারপর শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে কাছের একটি জঙ্গলে গিয়ে গা ঢাকা দিয়েছিলেন। বাড়িতে ফিরেই মেয়ের নিথর শরীর দেখে আঁতকে ওঠেন বাবা, মা। দ্রুত থানায় অভিযোগ জানানো হয়। যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান কিশোরীর মা। অভিযোগের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যেই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।