১ জানুয়ারি কেবল একটা দিন নয়। ক্যালেন্ডার বদলানোর সময় নয়। এই দিনটি জীবনেও একাধিক বদল নয় আসতে পারে। নতুন বছর নিয়ে সকলের মধ্যেই উত্তেজনা কাজ করে। নতুন বছর কেমন কাটবে তা নিয়ে নানা আলোচনা চলে। কিন্তু আদতে, নতুন বছর কেমন কাটবে সেটা নির্ভর করে আপনার কর্মের উপরেই। ছবি- সংগৃহীত
2
7
সুখ, সমৃদ্ধিতে জীবন উপচে পড়বে নাকি দুঃখ, দুর্দশায় ছেয়ে যাবে আগামী দিন সেটা আপনি ১ জানুয়ারি কী কাজ করছেন তার উপরেই নির্ভর করে। তাই জেনে নিন ১ জানুয়ারি কোন কোন কাজ একেবারেই করা উচিত নয়। ছবি- সংগৃহীত
3
7
বছরের প্রথম দিন ভুলেও অর্থের লেনদেন করবেন না। বিশেষ করে না কাউকে টাকা ধার দেবেন, না নিজে ধার নেবেন। পুজোর সামগ্রী হোক বা রোজকারের আনাজপতি বা মুদির জিনিস, সবই অর্থের বিনিময়ে কিনবেন। বাকি রাখবেন না। ছবি- সংগৃহীত
4
7
১ জানুয়ারি ভুলেও ঝগড়া নয়। যে বাড়িতে ঝগড়া, অশান্তি হয় সেখানে দেবী লক্ষ্মী থাকেন না। তাই এদিন কান্নাকাটি যেমন করবেন না, তেমনই কারও সঙ্গে বাকবিতণ্ডায় জড়াবেন না। ছবি- সংগৃহীত
5
7
ছেঁড়া, ফাটা জামা বছরের প্রথম দিন ভুলেও পরবেন না। কারও থেকে জামা চেয়ে পরবেন না। ছেঁড়া বা কারও থেকে চেয়ে পরা জামা পরলে লক্ষ্মী রেগে যান। দুর্ভাগ্য পিছু ছাড়ে না। ছবি- সংগৃহীত
6
7
ঘর অন্ধকার করে রাখবেন না। বিশেষ করে ঈশান কোণ যেন অন্ধকার না থাকে। বাড়িতে না থাকলেও আলো জ্বালিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
7
7
দেরি করে ঘুম থেকে উঠবেন না। বছর শেষের রাতে অনেকেই পার্টি করেন। কিন্তু তার জেরে নতুন বছরের শুরু দেরি করে করবেন না। আলস্য দিয়ে বছর শুরু করলে বাকি বছরও অলসতায় কাটবে। কাজে দেরি হবে। ছবি- সংগৃহীত