আজকাল ওয়েবডেস্ক: উড়ানের ঠিক পাঁচ মিনিট আগে ঘোষণা করা হল বিমান ক্যানসেল। কিন্তু অভিযোগ, যাত্রীরা ততক্ষণে দাঁড়িয়ে বিমানবন্দরে। এবংসেটা কিছুক্ষণের নয়, অনেকক্ষণ। ঘটনায় একপ্রকার তুলকালাম পরিস্থিতি। শেষমেষ যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা হলে, স্লোগান উঠল, স্পাইসজেট মুর্দাবাদ।
ঠিক কী ঘটেছিল? এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি বিমান বন্দরে। শনিবার রাতে ওই বিমান উড়ে যাওয়ার কথা ছিল দিল্লি থেকে বিহারের উদ্দেশে। কিন্তু উড়ানের ঠিক ৫ মিনিট আগে ঘোষণা করা হয়। স্পাইসজেট নং এসজি ৪৯৫ বাতিল হয়ে যায়।
সমাজমাধ্যমে যাত্রীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বারবার বিমান বাতিল করছে স্পাইসজেট। কেউ কেউ বিমানের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছেন বিমান বন্দরে।
অন্যদিকে অভিযোগ, ইন্ডিগো বিমান ৫ ঘণ্টা আটকে রাখল যাত্রীদের। ঘটনায় প্রবল ক্ষোভের মুখে বিমান সংস্থা। যাত্রীদের অভিযোগ, তাঁদের বিমানের ভেতর আটকে রাখা হয়েছে টানা ৫ ঘণ্টা। মুম্বই বিমান বন্দরের এই ঘটনায় যাত্রীদের ক্ষোভের মুখে পরে ইন্ডিগো।
