আজকাল ওয়েবডেস্ক : ঝাড়খণ্ড থেকে ত্রিপুরা পাচারের সময়ে প্রায় ২ কোটি টাকা বাজার মূল্যের নিষিদ্ধ মাদক মিশ্রিত কাফ সিরাপ পাকড়াও করল বেঙ্গল এস টি এফ। ধৃত মোট ছয় পাচারকারী। আটক পাচারে ব্যবহৃত একটি ট্রাক। নদিয়ার ধুবুলিয়ায় জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় পাকড়াও। বিশেষ সূত্রে খবর পেয়েই অভিযান চালায় বেঙ্গল এস টি এফ। মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
