বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি রবিবার তাঁর আসন্ন ছবি 'টক্সিক: আ ফেয়ারিটেইল ফর গ্রোনআপস'-এর প্রথম ঝলক প্রকাশ করেছেন। ছবিতে নায়িকার 'ফার্স্ট লুক' নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সুপারস্টার যশ অভিনীত এই ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের মধ্যে ব্যাপক উন্মাদনা রয়েছে।

 

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির একটি পোস্টার ভাগ করেছেন কিয়ারা। সেখানে তাঁকে একটি অফ-শোল্ডার ভেলভেট গাউন পরে মঞ্চের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। জানা গিয়েছে, ছবিতে তাঁর চরিত্রের নাম 'নাদিয়া'। ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীকে এর আগে 'ওয়ার ২'-এ দেখা গিয়েছিল। ছবিতে প্রথমবার কিয়ারাকে বিকিনি লুকে দেখে দারুণ প্রশংসা করেছিলেন অনুরাগীরা। এবার 'টক্সিক'-এ যেন রূপকথার রাজকন্যা রূপে ধরা দিলেন অভিনেত্রী। 

ছবিটির পরিচালনা করছেন গীতু মোহনদাস। ভিএন প্রোডাকশন এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত এই বিগ-বাজেট সিনেমাটি আগামী ১৯ মার্চ, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। দক্ষিণী মেগাস্টার যশ এবং কিয়ারার এই নতুন রসায়ন বড়পর্দায় দেখার জন্য এখন থেকেই অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

 

প্রসঙ্গত, বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে এসেছে নতুন সদস্য। চলতি বছরের ১৫ জুলাই তাঁদের কন্যাসন্তানকে নিজেদের পরিবারে স্বাগত জানিয়েছেন। মেয়ের জন্মের পর কিছু মাস মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে কিয়ারা অবশেষে কিছুদিন আগে জনসমক্ষে এসেছিলেন। মেয়ে সারায়াহ-র জন্মের পর এটিই ছিল তাঁর প্রথম উপস্থিতি, যা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

 


মেয়েকে এখন আড়ালেই রাখতে চান এই তারকা দম্পতি। আলোকচিত্রীদের কাছে অনুরোধ জানানো হয়, যেন নবজাতকের কোনও ছবি না তোলা হয়। এর আগে সমাজমাধ্যমের একটি পোস্টে অভিনেতা-অভিনেত্রী আরও স্পষ্ট করে লেখেন, “ছবি নয়, শুধু আশীর্বাদ চাই। এই ব্যক্তিগত সময়টা গোপন থাকলে আমরা কৃতজ্ঞ থাকব।” এই বিশেষ সময়টুকু তাঁরা পরিবার হিসেবে একান্তে উপভোগ করতে চান।  

 

বলিপাড়ার অন্দরের খবর, একটু একটু করে কাছে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা। সন্তান একটু বড় হতেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরতে দেখা যায় বহু অভিনেত্রীদের। কিয়ারাও এবার সেই পথেই হাঁটছেন।