আজকাল ওয়েবডেস্ক: নূহ অশান্তিতে অভিযুক্ত, গো রক্ষক এবার ভোটের ময়দানে। গত কয়েকদিন ধরেই হরিয়ানা জুড়ে গো রক্ষকদের তাণ্ডবের মাঝেই গৌ রক্ষা বজরং ফোর্সের প্রধান বিট্টু বজরঙ্গী ওরফে রাজকুমার পাঞ্চাল নির্বাচনে লরাই করার কথা জানিয়েছেন।এনআইটি থেকে ইতিমধ্যে তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন জমাও দিয়েছেন।

স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কোন দল থেকে ভোট লড়ছেন তিনি? জানা গিয়েছে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিট্টু বজরঙ্গী। এই বিট্টু আবার নূহ অশান্তিতে জড়িত। গত বছর জুলাই মাসে বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে যে হামলা হয়, সেই অশান্তিতে নাম জড়িয়েছে বিট্টুর। ওই হামলায় পাঁচ জনের মৃত্যু হয়েছিল। 

অন্যদিকে গত কয়েকদিনে গো রক্ষকদের হাতে পরপর খুনের ঘটনা ঘটেছে হরিয়ানাতেই। বাংলার সাবির মল্লিক খুন হয়েছেন গোরক্ষকদের হাতে। মহারাষ্ট্রেও এক বৃদ্ধর উপর অত্যাচার চলে, গো মাংস নিয়ে যাচ্ছে এই সন্দেহে। 


এর মধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতৃত্বের আবেদন কোনও গোহত্যা করা যাবে না, মানুষও মারা যাবে না, তার জেরে দেশে শান্তি বজায় থাকবে। আরএসএস নেতা ইদ্রিশ কুমার তেমনটাই জানিয়েছেন বক্তব্যে।