আজকাল ওয়েবডেস্ক: রুটি বানাতে এত দেরি কেন! রেগে আগুন স্বামী। রাগের মাথায় স্ত্রী ও নাবালক সন্তানকে চরম শারীরিক নির্যাতন। স্বামীর কীর্তি ঘিরে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, গোরখপুরে নিজের স্ত্রী ও নাবালক সন্তানকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। স্ত্রী ও চার বছরের সন্তানকে গরম চাটুর ছ্যাঁকা নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ আরও জানিয়েছে, গোরক্ষনাথ থানার অন্তর্গত শাস্ত্রী নগর এলাকায় গত ২০ ডিসেম্বর ঘটনাটি ঘটেছে। সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে।
৩০ বছরের রাধিকা সাহানি গতকাল সন্ধ্যায় থানায় জানিয়েছেন, তাঁর স্বামী লালচাঁদ সাহানি লখনউয়ে গাড়ির চালক হিসেবে কাজ করেন। প্রায় নিত্যদিন মত্ত অবস্থায় বাড়ি ফেরেন। এরপর স্ত্রী ও সন্তানের উপর শারীরিক নির্যাতন শুরু করেন। কখনও কখনও বেধড়ক মারধর করেন।
ঘটনার দিনেও মত্ত অবস্থায় বাড়ি ফিরেছিলেন লালচাঁদ। বাড়ি ফিরেই রাতে রুটি বানানোর নির্দেশ দেন। বাড়ির অন্যান্য কাজে ব্যস্ত ছিলেন রাধিকা। যে কারণে রুটি বানাতে খানিকটা দেরি হয়েছিল। রুটি দিতে দেরি হওয়ার কারণেই মারধর শুরু করেন। রান্নাঘর থেকে গরম চাটু এনে স্ত্রী ও চার বছরের সন্তানকে ব্যাপক মারতে শুরু করেন। গুরুতর চোট পায় নাবালক। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে রাধিকাকে খুনের হুমকি দিয়েছিলেন লালচাঁদ।
প্রসঙ্গত, দিন কয়েক এমন এক হত্যাকাণ্ড ঘটেছিল।
নিত্যদিন ঝামেলা। অশান্তিতে জেরবার হয়ে পড়েছিলেন ৩৭ বছরের যুবক। অবশেষে ভরা রাস্তায় স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে। যে ঘটনায় রীতিমতো শিউরে উঠেছেন পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দারাও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর ১৫-তে। শনিবার সকালেই ওই এলাকায় ৩০ বছর বয়সি তরুণীকে কুপিয়ে খুন করেন ৩৭ বছরের করণ সিং। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত করণ আদতে মধ্যপ্রদেশের পান্না জেলার আত্রাই গ্রামের বাসিন্দা। সম্প্রতি দিল্লির পীতমপুরা এলাকায় বসবাস শুরু করেন। অন্যদিকে তাঁর স্ত্রী ও সন্তানরা গুরুগ্রামের প্যাটেল নগরে একটি ভাড়া বাড়িতে থাকতেন।
পুলিশ আরও জানিয়েছে, শনিবার সকাল ন'টা নাগাদ ভরা রাস্তায় খুনের ঘটনাটি ঘটেছে। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয়। মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরেই তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত তরুণীর নাম, ধন্যি তরফে পাপিতা। তিনি পরিচারিকা হিসেবে কাজ করতেন।
তরুণীর ভাই থানায় জানিয়েছেন, করণ নিত্যদিন স্ত্রীকে মারধর করতেন। দাম্পত্য কলহের জেরেই স্বামীকে ছেড়ে আলাদা থাকতে শুরু করেন ধন্যি। তাঁর বিরুদ্ধে থানায় এফ আই আর দায়ের করেন তরুণীর ভাই। সেই ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশি জেরায় অভিযুক্ত যুবক জানান, পুরনো এক ঝামেলার জেরে খুনের ঘটনাটি তিনি ঘটিয়েছেন। ভরা রাস্তায় স্ত্রীকে তার থেকে পাঁচবার কুপিয়ে খুন করেন তিনি।
