আজকাল ওয়েবডেস্ক : ভিলেজ ডিফেন্স গার্ডস। এই নাম দিয়েই এখন চলছে ট্রেনিং। ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে চলছে এই বিশেষ ট্রেনিং। স্থানীয় বাসিন্দারা কোন কায়দায় জঙ্গিদের মোকাবিলা করবেন তা শিখিয়ে দিতেই চলছে এই প্রশিক্ষণ শিবির।

 

সেনাবাহিনী এবং পুলিশের পাশাপাশি যেন স্থানীয় নাগরিকরাও আগামীদিনে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে তার জন্যেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেই খবর। প্রথম দফায় প্রায় ৬০০ জন স্থানীয় বাসিন্দাকে ট্রেনিং দেওয়ার কাজ চলছে। অটোমেটিং রাইফেল, স্কোয়াড পোস্ট ড্রিল এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ। এই তিনটি বিষয়ের উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

 

এই প্রশিক্ষণে স্থানীয় বাসিন্দারাও যথেষ্ট উৎসাহিত। জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় পালা করে চলবে এই প্রশিক্ষণ শিবির। যেকোনও সময়ে যাতে স্থানীয় বাসিন্দারা জঙ্গিদের মোকাবিলা করতে পারেন সেদিকেই জোর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সামনেই ভূস্বর্গে ভোট। সেখানে হামলা চালাতে পারে জঙ্গিরা।

 

বিগত বেশ কয়েকমাস ধরেই এখানে সক্রিয় রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠন। তাই সময় নষ্ট না করে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলি ভোটের প্রচারে নামার তোড়জোড় শুরু করছে। তবে এতসবের মাঝেও জঙ্গি হামলার আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।