মা হলেন তিতাস ভৌমিক। ১৬ নভেম্বর ফুটফুটে এক ছেলে এসেছে তাঁর কোলে। নাম রেখেছেন কবীর। ২০ নভেম্বর সামাজিক পাতায় সেই খবর ভাগ করে নিয়েছেন তিনি। সদ্যোজাতর মুঠিবন্ধ ছোট্ট হাতের ছবি ভাগ করে নিয়েছেন। সবার আশীর্বাদ, শুভকামনাও চেয়েছেন। আজকাল ডট ইন ফোন করতেই খুশিমাখা গলায় কথা বললেন ‘ছেলের মা’। বললেন, ‘‘বাড়ির প্রত্যেকে খুব খুশি। আমার ছেলেও খুব শান্ত। প্রথম দিন থেকে রাতে ঘুমোচ্ছে। ফলে, আমায় রাত জাগতে হচ্ছে না। বাড়ির সবাই ওকে নিয়ে মেতে রয়েছে।’’

আপাতত দিল্লিতে শ্বশুরবাড়িতেই রয়েছেন অভিনেত্রী। যদিও তাঁর শ্বশুর-শাশুড়ি নেই। ফলে, কলকাতা থেকে উড়ে গিয়েছেন তাঁর মা-বাবা। আপাতত সবার কোলে কোলেই ঘুরছে একরত্তি। তাঁর মতে, এত আনন্দ তিনি এর আগে পাননি। ২০২০-তে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘কোরা পাখি’তে শেষ দেখা গিয়েছে তিতাসকে। অভিনেত্রীর বক্তব্য, ‘‘তারপরেই ঠিক করি, একটু ছুটি নেব। ১৮ বছর বয়স থেকে অভিনয় দুনিয়ায়। একটানা অনেকগুলো বছর কাজ করেছি। অন্য কোনও কারণ ছিল না।’’ অভিনয় থেকে সরে তিনি নিজের মতো লম্বা সময় কাটিয়েছেন। আলাপ হয়েছে স্নেহাশিসের সঙ্গে। বিয়ে করেছেন তাঁরা। এখন সন্তানকে নিয়ে ব্যস্ত। অভিনেত্রীর দাবি, ‘‘খুব আনন্দ করেই অভিনয় করতাম। এখনও খুশিমনেই সংসার করছি।’’



ছোট-বড় পর্দায় তিতাস অভিনয় করেছেন। সুমন ঘোষের ‘কাদম্বরী’তে ‘জ্ঞানদানন্দিনী’র ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন। অভিনয়ে ফিরলে কোন মাধ্যম বেছে নেবেন? তিন বছর ক্যামেরা থেকে দূরে। কোনও সমস্যা হবে? অভিনেত্রীর দাবি, ‘‘টেলিপাড়া থেকে দূরে থাকলেও অভিনয় দুনিয়া আমায় ভোলেনি। সমানেই ডাক এসেছে। আমি দূরে থাকব বলেই সাড়া দিইনি। এখন আমার ছেলেই সব। ওকে একটু বড় করে নিই। তারপর অভিনয়ের কথা ভাবব।’’