ছবিতে দেখা যাচ্ছে এক খুদে টেবিলের উপর বসে রয়েছে। সামনে রাখা রয়েছে কেক। আশেপাশে তাকে ঘিরে রয়েছেন অনেকেই। চিনতে পারছেন এই একরত্তিকে? আচ্ছা একটু আভাস দিই, এর খুদের সঙ্গে উত্তম কুমারের পরোক্ষ ভাবে যোগ রয়েছে। রক্তের টান রয়েছে সুপ্রিয়া দেবীর সঙ্গে। বর্তমানে তিনি টলিউডের অতি পরিচিত মুখ। কাজ করেছেন ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্রই। দেখুন তো চিনতে পারছেন? হ্যাঁ, ছবির খুদেটি হল শন বন্দ্যোপাধ্যায়। 

এদিন শন বন্দ্যোপাধ্যায় নিজেই তাঁর ছোটবেলার এই ছবিটি পোস্ট করেছেন। তাঁর দিদিমা তথা কালজয়ী অভিনেত্রী সুপ্রিয়া দেবীর জন্মদিন। দিদিমাকে শ্রদ্ধা জানাতেই এই পোস্টটি করেন তিনি। লেখেন, 'আমার দিদিমাকে তাঁর ৯৩ তম জন্মবার্ষিকীতে স্মরণ করছি আজ। এই একই দিনে গত বছর কোকো চলে গিয়েছে আমাদের ছেড়ে।' কোকো অর্থাৎ অভিনেতার পোষ্য। তার ছবিও এদিন শন তাঁর এই পোস্টে ভাগ করে নিয়েছেন। ছবিতে শনের হাত ধরে থাকতে দেখা যাচ্ছে সুপ্রিয়া দেবীকে। সঙ্গে রয়েছেন দোলন রায় সহ একাধিক পরিচিত মুখ। 

প্রসঙ্গত, শন বন্দ্যোপাধ্যায় সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা চট্টোপাধ্যায়ের ছেলে। শন ছোটপর্দায় 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকের হাত ধরে পা রাখেন। অল্প দিনেই তাঁর ব্যক্তিত্ব এবং অভিনয়ের জোরে দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর 'মন ফাগুন', 'এখানে আকাশ নীল', ইত্যাদির মতো ধারাবাহিকে কাজ করেন। তাঁকে শেষবার 'রোশনাই' ধারাবাহিকে দেখা গিয়েছিল। বহু বছর পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন। এছাড়া তিনি 'খোয়াইশে', ইত্যাদি ছবিতেও কাজ করেছেন। 

সুপ্রিয়া দেবী ১৯৩৩ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র ৭ বছর বয়সে নাটকের মঞ্চে অভিষেক হয় তাঁর। ১৯৫২ সালে 'বসু পরিবার' ছবির হাত ধরে টলিউডে অভিষেক হয় তাঁর। বেগানা ছবির হাত ধরে ১৯৬৩ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন ধর্মেন্দ্র। তাঁর এবং উত্তম কুমারের অনস্ক্রিন এবং অফস্ক্রিন রসায়ন দারুণ জনপ্রিয় ছিল। ২০১৮ সালের ২৬ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।