সংবাদসংস্থা, মুম্বই: গত ১৪ নভেম্বর, দেশজুড়ে উদযাপিত হয়েছে শিশু দিবস। আর সেই উপলক্ষেই ইনস্টাগ্রামে শিশুদের উৎসর্গ করে তিনি একটি খোলাচিঠি লিখেছেন। তিনি নিজেও মা হয়েছেন কিছুদিন আগেই। তাছাড়া, পরিবেশ, প্রকৃতি মা, শিশুদের নিয়ে তিনি প্রায়শই বিভিন্ন মত প্রকাশ করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়া অবসরে বই পড়ার সময়েও শিক্ষনীয় নানা পোস্ট করেন অভিনেত্রী। সম্প্রতি চার্লি ম্যাকেসির "দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স" থেকে- ""কোনও কিছুই দয়াকে হারাতে পারে না"" উক্তিটি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তিনি।
ইজরায়েল, প্যালেস্তাইনের যুদ্ধে যেভাবে শিশুহত্যা হচ্ছে সেই নিয়ে সরব হন তিনি। পোস্টে তিনি লেখেন, ""আমাদের শিশুরা মূল্যবান। তারা যে কোনও দেশ বা অঞ্চলেরই হোক না কেন। তারা দয়ালু, প্রেমময় এবং শান্তিপূর্ণ। শিশুদের সুরক্ষার কথা আমাদেরই ভাবতে হবে। ""
অভিনেত্রী এই মুহূর্তে সন্তানদের সংকটের কথা ভাবার জন্য অনুরোধ করেছেন। তাঁর কথায়, "" ছোটরা নির্দোষ। তাদের জীবনটা মূল্যবান। ভয়ঙ্কর যুদ্ধের ক্রসফায়ারে তাদের প্রাপ্য কিছুই ছিল না। উভয় পক্ষের বক্তব্যের সঙ্গে তাদের কিছুই করার নেই। তবুও তারা ভুগছে।""
একজন মা হিসেবে এবং একজন মানুষ হিসেবে, শিশুদের হয়ে সরব হয়েছেন দিয়া। তিনি খোলাচিঠিতে লিখেছেন, ""আমি একটি বিষয় নিশ্চিতভাবে জানি, শিশুদের হত্যা কোনও সমস্যার সমাধান নয়। দয়া করে থামুন। মনে রাখবেন যে, শিশুরা শান্তিপূর্ণ পৃথিবী প্রাপ্য । আমাদের সন্তান ও মানবতার স্বার্থে, এখনই যুদ্ধ বন্ধ করুন।""