সংবাদসংস্থা, মুম্বই: "ওমকারা", "অগ্নিপথ" ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় দিয়ে বলিউডে নিজের যাত্রা শুরু করেন পঙ্কজ ত্রিপাঠি। তবে বলিউডে তিনি নিজের জায়গা পাকা করেছেন অনুরাগ কাশ্যপের "গ্যাঙস অফ ওয়াসিপুর" দিয়েই। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। "ফুকরে", "মাসান", "লুডো", "গুঞ্জন সাক্সেনা - দ্য কার্গিল গার্ল", "এইট্টি থ্রি" একের পর এক হিট দিয়েছেন তিনি। ওটিটিতেও চুটিয়ে নিজের রাজত্ব চালিয়েছেন। "মির্জাপুর" , "ক্রিমিন্যাল জাস্টিস", "কাগজ" সবগুলোই সাড়া ফেলেছে। অভিনেতা জাতীয় পুরস্কারেও জন্যেও ভূষিত হয়েছেন। বড় পর্দায় পঙ্কজ ত্রিপাঠী মানেই ম্যাজিক। ড্রামা স্কুল থেকে পাশ করার পরে নিজের একাগ্রতা দিয়েই বলিউডকে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন তিনি। সম্প্রতি একটি কবিতার মাধ্যমে তিনি বার্তা দিলেন পিতার জন্য।
গত ১৯ নভেম্বর ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই উপলক্ষে কবিতার মাধ্যমে পিতার স্বরূপ তুলে ধরলেন তিনি। বর্ণনায় বললেন, ""যে মানুষটা আওয়াজ করে না কেঁদে পাশে থাকেন তিনি বাবা। অনেক কষ্ট লুকিয়ে রেখে সন্তানদের সঙ্গে যিনি হেসে কথা বলেন তিনিই বাবা। এটা ঠিক যে, মা সন্তানকে ৯ মাস গর্ভে ধারণ করেন। কিন্তু সন্তনকে আজীবন লালন করেন একজন বাবা। ওই ৯ মাস ধরে তিনিও মানসিক প্রস্তুতি নেন। সংসারে সবার পায়ের জুতো কিনতে গিয়ে বাবার পায়ের জুতোটাই ছিঁড়ে যায়। আমরা যখন বাবাকে বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। ""
গত ১৯ নভেম্বর ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই উপলক্ষে কবিতার মাধ্যমে পিতার স্বরূপ তুলে ধরলেন তিনি। বর্ণনায় বললেন, ""যে মানুষটা আওয়াজ করে না কেঁদে পাশে থাকেন তিনি বাবা। অনেক কষ্ট লুকিয়ে রেখে সন্তানদের সঙ্গে যিনি হেসে কথা বলেন তিনিই বাবা। এটা ঠিক যে, মা সন্তানকে ৯ মাস গর্ভে ধারণ করেন। কিন্তু সন্তনকে আজীবন লালন করেন একজন বাবা। ওই ৯ মাস ধরে তিনিও মানসিক প্রস্তুতি নেন। সংসারে সবার পায়ের জুতো কিনতে গিয়ে বাবার পায়ের জুতোটাই ছিঁড়ে যায়। আমরা যখন বাবাকে বুঝি তখন অনেক দেরি হয়ে যায়। ""
