ইমতিয়াজের ছবিতে ফাহাদ?
ইমতিয়াজ আলি নিজের আগামী ছবির তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, এই ছবিও ভালবাসার গল্প বুনবেন ইমতিয়াজ, তাঁর চিরাচরিত নিজস্ব ছন্দে। সূত্রের খবর, এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ফাহাদ ফাসিল! গত কয়েক মাসে নাকি 'লভ আজ কাল' ছবি খ্যাত এই পরিচালকের সঙ্গে এই নতুন ছবির বিষয়ে বেশ কয়েকটি বৈঠকও সেরে নিয়েছেন ফাহাদ। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে নয়া ছবি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
'এমার্জেন্সি' আটকে, আসছে 'ভারত ভাগ্য বিধাতা '
বলি-অভিনেত্রী তথা বিজেপির সাংসদ কঙ্গনা রানাউত ফের একবার দেশাত্মবোধক ভাবনাকে ঘিরেই তৈরি করবেন তাঁর আগামী ছবি -‘ভারত ভাগ্য বিধাতা’। দেশের ‘আনসাং হিরোস’দের নিয়ে এই ছবি তৈরি করতে চলেছেন কঙ্গনা রানাউত। কঙ্গনা যদিও এই ছবি পরিচালনা করবেন না। পরিচালনার দায়ভার সামলাবেন মনোজ তাপাডিয়া। প্রসঙ্গত, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাঁচ স্তবক বিশিষ্ট কবিতার নাম ভারত ভাগ্য বিধাতা। যার প্রথম স্তবকটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত হিসাবে পরবর্তীতে গৃহীত হয়।
বর্ষীয়ান অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব নিল বলিউড
বহুদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী রেহানা সুলতানা। 'দস্তক', 'চেতনা'র মতো এক সময়ের জনপ্রিয় হিন্দি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। জানা গিয়েছিল, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন ৭৪ বছর বয়সী এই অভিনেত্রী। জর্জরিত ছিলেন অর্থনৈতিক সমস্যায়। যার ফলে চিকিৎসা করাতে পারছিলেন না। খরচের কারণে অস্ত্রোপচার করাও আটকে ছিল। জানতে পেরেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জাভেদ আখতার, রোহিত শেঠির মতো জনপ্রিয় বলি-ব্যক্তিত্বরা। এগিয়ে এসেছেন 'রেস' ছবিখ্যাত প্রযোজক রমেশ তৌরানি। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, গতকালই একটি বেসরকারি হাসপাতালে রেহানার বুকে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার সমস্ত ব্যয়ভার ইতিমধ্যেই কাঁধে তুলে নিয়েছেন উপরোক্ত বলি-ব্যক্তিত্বরা।
