আজকাল ওয়েবডেস্ক: কর্ণাটকে ডেঙ্গিকে মহামারী হিসাবে ঘোষণা করা হল। বিগত ১০ বছর ধরে কর্ণাটকে ডেঙ্গির বাড়াবাড়ি চলছে। এরপরই এই ঘোষণা করল কর্ণাটক সরকার। প্রতিটি বাড়ি, অফিস এবং বানিজ্যিক প্রতিষ্ঠানে যদি ডেঙ্গির লার্ভা দেখা যায় তবে এবার থেকে তাঁকে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে ঘোষণা করেছে কর্ণাটক সরকার।
চলতি বছরে কর্ণাটকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০০। গত বছরের তুলনায় এই সংখ্যা প্রায় ৫ হাজার বেশি। এরপরই আর দেরি না করে ডেঙ্গিকে মহামারী ঘোষণা করা হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিটি এলাকার মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। যদি কোথাও ডেঙ্গির জীবানু দেখা যায় তবে তাঁদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পুরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই সতর্ক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরিমানার অর্থ ৪০০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে।
শহর শুধু নয়, বিভিন্ন গ্রামেও এই জরিমানা চালানো হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন হোটেল, রিসর্ট, দোকান, শপিং মল, সিনেমা হলে এই জরিমানার অর্থ আরও বেশি হবে বলে জানানো হয়েছে। এখানেই শেষ নয়, যেসব এলাকায় নতুন বাড়ি নির্মাণের কাজ চলছে সেখানে যদি মশার লার্ভা মেলে তবে জরিমানার অঙ্ক আরও বাড়বে বলে ঘোষণা করা হয়েছে।
