আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দেখা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে। আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সাক্ষাৎ বলেই জানা গিয়েছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বিজেপিতে যোগদান করার পরই হেমন্ত সোরেনের এই সাক্ষাৎকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

 

 জেএনএম দলে বর্তমানে যদি কোনও অসন্তোষ থাকে তবে সেখান থেকে কীভাবে দলকে বের করে আনা যায় সেই বিষয় নিয়েও এদিন আলোচনা করা হয়। দিল্লিতে এই বৈঠক হয়েছে বলেই খবর। চম্পাই সোরেনের দলত্যাগের পর দলে আর কোনও অসন্তোষ রয়েছে কীনা তা নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জেএনএমের ভূমিকা কী হবে তা নিয়েও আলোচনা করা হয়।

 

 প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হেমন্ত সোরেন তখন ইডি হেপাজতে ছিলেন। তবে জেল থেকে জামিনের পর চম্পাই সোরেন পদত্যাগ করেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন হেমন্ত সোরেন। এরপর থেকে চম্পাই সোরেনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে জেএনএম-এর। আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনে জেএনএম কংগ্রেসের সঙ্গে হয়তো জোট বেঁধেই লড়বে। সেখানে আসন সমঝোতা কী হবে তা নিয়েও এদিন কিছুটা আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।