নিজস্ব সংবাদদাতা: জি বাংলায় সদ্যই শুরু হয়েছে 'সমুজ্জ্বল','কঙ্কা' আর 'অর্জুন'-এর গল্প। অর্গানিক প্রডাকশনের ব্যানারে শুরু হয়েছে 'কাজল নদীর জলে'। ত্রিকোণ প্রেমের এই গল্প টিআরপি তালিকায় ভাল করতে না পারলেও দর্শকের মনে পছন্দের তালিকায় নতুন চরিত্রে আরও একবার জায়গা করে নিয়েছেন মৈনাক, অরুণিমা ও অনিন্দ্য। 

 

 

এখন ধারাবাহিকের গল্পে দেখানো হচ্ছে, কঙ্কার সঙ্গে তাঁর বাড়ির লোকেরা অর্জুনের বিয়ে ঠিক করেছে। কিন্তু এদিকে দু'জন, দু'জনকে পছন্দ করলেও এখনও পর্যন্ত মনের কথা বলতে উঠতে পারেনি কঙ্কা আর সমুজ্জ্বল। সম্প্রতি, চ্যানেলের তরফে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, মনে সাহস এনে নিজের মনের কথা সমুজ্জ্বলকে বলতে যায় কঙ্কা। কিন্তু তার কথা শুনে প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয় সমুজ্জ্বল। বাড়ির ঠিক করে দেওয়া পাত্রের সঙ্গে বিয়ে করে নিতে বলে সে কঙ্কাকে। 

 

 

প্রোমোতেই বোঝা গিয়েছিল পরিস্থিতির চাপে এক নিমেষে ওলট-পালট হয়ে যায় সবটা। কঙ্কার বিয়ে হয়ে যায় অর্জুনের সঙ্গে। বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে বহুদিন পর আবার কঙ্কার কানে আসে কলেজের সিনিয়র সেই সমুজ্জ্বলের গানের গলা।কিন্তু সেই গানের আসরে গিয়ে পৌঁছানোর আগেই সেখান থেকে চলে যায় কঙ্কার বরের প্রিয় সোনাদা। এরপর বৌভাতের সকালে খাবার টেবিলে কঙ্কার সাথে পরিচয় হয় সকলের।

 

সেখানেই বহু বছর পর আবার মুখোমুখি দেখা হয় তাদের। বহুদিন পর এভাবে আচমকা দুজন দুজনের মুখোমুখি হয়ে অবাক হয়ে যায় তারা। কঙ্কা এদিন সবার সামনে বুঝিয়ে দেয় সোনাদা হল আসলে যাদবপুর ইউনিভার্সিটি ২০১৯ এর ব্যাচের সমুজ্জ্বল বসু। যাকে সে খুব ভাল মতো চেনে। এরপর কী হবে তাদের জীবন? কোন দিকে এগোবে তিনজনের গল্প? জানতে হলে চোখ রাখুন প্রতিদিন দুপুর ২টোয়, জি বাংলার 'কাজল নদীর জলে'র আগামী পর্বে।