niharikaadesign

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩

বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি

সম্পূর্ণ খবর

Narendra Modi: মোদির হাতিয়ার অশোক-শচীন দ্বন্দ্ব, রাহুলের হাতে জাতিগত আদম সুমারি

Kaushik Roy | ১৯ নভেম্বর ২০২৩ ১৯ : ৫৬


বীরেন ভট্টাচার্য: গুজরাটের আহমেদাবাদে যখন ক্রিকেট বিশ্বকাপ খেলছে ভারত, সেই সময় রাজস্থানে নির্বাচনের প্রচারে ক্রিকেটের ভাষা ব্যবহার করে কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস নেতারা একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে বলে কটাক্ষ করলেন তিনি। সেরাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং শচীন পাইলটের ঠাণ্ডা লড়াইকেই প্রধানমন্ত্রী কটাক্ষ করেছেন বলে মত রাজনৈতিক মহলের। অন্যদিকে জাতিগত আদমসুমারিকে হাতিয়ার করে এদিনও বিজেপি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, যাই হয়ে যাক, জাতিগত জনণগনা করবেন প্রধানমন্ত্রী মোদি।

এদিনের সভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, "সারা ভারত এখন ক্রিকেটে মেতে ওঠেছে। ক্রিকেটে, একজন ব্যাটসম্যান মাঠে নামেন এবং দলের জন্য রান করেন। তবে কংগ্রেস দলের মধ্যে একে অপরের বিরুদ্ধে খেলা হচ্ছে। ৫ বছর একে অপরের বিরুদ্ধে খেলা চালিয়ে গিয়েছে কংগ্রেস।" তিনি বলেন, একজন মহিলা একবার সবাইকে আমন্ত্রণ করেছিলেন তাঁর স্বামী ১০০তম বার ধুমপান ত্যাগ করায়। তার আগে ৯৯ বার ধুমপান ত্যাগ করেছেন মহিলার স্বামী। প্রসঙ্গত উল্লেখ্য, অশোক গেহলত এবং শচীন পাইলট নিজেদের মধ্যে দূরত্ব মিটিয়ে ভোটে দলে জয়ের জন্য একসঙ্গে ঝাঁপিয়েছেন। বিজেপি এবং নরেন্দ্র মোদির দাবি, ৯৯ বার ধুমপান ত্যাগ করার মতোই সম্পর্ক অশোক গেহলত এবং শচীন পাইলটের। রাজস্থানের চুরুতে প্রধানমন্ত্রী মোদি বলেন, "দিল্লি থেকে বড় নেতার আসায় এর আগে ক্যামেরার সামনে ১০০ বার করমর্দন করেছেন অশোক গেহলত এবং শচীন পাইলট। যদিও তাঁদের মধ্যে কোনও দূরত্ব নেই বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, কংগ্রেস রাজস্থানে জাতিগত জনগণনা করবে বলে আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি গোষ্ঠীর সম্পর্ক প্রসঙ্গ তুলে তাঁর কটাক্ষ, "প্রধানমন্ত্রী মোদি ভারত মাতা কি জয় বলেন। তবে তাঁর একথা না বলে আদানি কি জয় বলা উচিত।" তাঁর মতে, ভারতমাতা হলে দেশে দরিদ্র, কৃষক, শ্রমিকরা। রাহুল গান্ধীর কথায়, তখনই ভারত মাতার আসল জয় হবে, যখন দেশের সমস্ত ক্ষেত্রে তাঁদের সকলের অংশগ্রহণ থাকবে। রাহুল গান্ধীর কটাক্ষ, একটি ভারত আদানির এবং অপরটি দেশের গরীব মানুষের। এই ভাবে প্রধানমন্ত্রী মোদি দুটি ভারত তৈরি করতে চাইছেন বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, "রাজ্যে ফের কংগ্রেস সরকার তৈরি হলে রাজ্যের প্রতিটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি বছর ১০,০০০ টাকা কর দেওয়া হবে। এলপিজি সিলিন্ডার ৫০০ টাকা দরে দেওয়া হবে। নরেন্দ্র মোদি পুরনো পেনশন প্রকল্প বন্ধ করেছিলেন। আমরা তা চালু করেছি।" রাহুল গান্ধীর ভাষায়, "প্রধানমন্ত্রী মোদি বলেন, জাতি বলে কিছু নেই। দেশে শুধু গরীব মানুষ রয়েছেন। যদিও যখন অধিকারের সময় আসে, তখনই বলা হয় জাতি বলে কিছু নেই। যখন ঝামেলাকে উস্কে দেওয়া হয়, তখন তাকে ওবিসি এবং দলিত।"



বিশেষ খবর

নানান খবর

Merlin

নানান খবর

কেন্দ্রীয় মন্ত্রীদের লোকসভা ভোটের প্রস্তুতির নির্দেশ মোদির

Tripura: ত্রিপুরায় নেশার বলি ২, আটক ২ কোটির নেশা-দ্রব্য

Uttarkashi: রিপোর্ট স্বাভাবিক, এইমস-এ স্বাস্থ্য পরীক্ষা ৪১ জনের

বায়ু দূষণে জেরবার, দিল্লি-মুম্বইয়ের অর্ধেকের বেশি মানুষ স্থানান্তরে ইচ্ছুক!

FREE GRAIN : আরও ৫ বছর বিনামূল্যে রেশন পাবে ৮০ কোটি ভারতবাসী, সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রীসভার

Cyclone: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম

Report: মোদি জমানায় গণতন্ত্র নিয়ে উদ্বেগ নাগরিক সমাজের রিপোর্টে

Indian Railways: রেল পরিষেবা নিয়ে উদ্বেগ পারফরম্যান্স রিপোর্টে

Uttarkashi: মানবতার নজির, ৪১ শ্রমিকের উদ্ধারের পর বার্তা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

Uttarakhand: সুড়ঙ্গ বিপর্যয়ের ১৭ দিন, অবশেষে মুক্তির আলো দেখলেন ৪১ শ্রমিক

School:‌ চতুর্থ শ্রেণির পড়ুয়াকে কম্পাস দিয়ে ১০৮ বার খোঁচালো সহপাঠীরা

Rahul Gandhi: 'বাই বাই কেসিআর', রাহুলের মন্তব্যে হাসি রোল

Tripura: আগরতলার বটতলা বাজারে রহস্যময় আগুন, পুড়ে ছাই শতাধিক দোকান

Uttar Pradesh: উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণীর ছাত্রকে বেধড়ক মার, মুখে প্রস্রাব, মামলা দায়ের

Karnataka: আর্থিক অনটন, তিন নাবালক সন্তানকে খুন করে আত্মঘাতী দম্পতি