কেন ফের প্রেক্ষাগৃহে 'গ্যাংস অফ ওয়াসেপুর'?

মর্ডান ক্লাসিক-এর আখ্যা পেয়ে গিয়েছে 'গ্যাংস অফ ওয়াসেপুর'। ২০১২ সালে দুই পর্বে মুক্তি পেয়েছিল 'গ্যাংস অফ ওয়াসেপুর'। এবার ফের একবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব। চলবে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।ঘোষণা করলেন ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ এবং গীতিকার বরুণ গ্রোভার। সমাজমাধ্যমের পাতায় এই ঘোষণা করার পাশাপাশি বরুণ জানালেন কেন শুধু 'গ্যাংস অফ ওয়াসেপুর ২'কে বড়পর্দায় ফের নিয়ে আসছেন নির্মাতারা। আসলে, ২০১২ সালের আগস্টে এই ছবি মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিন পরেই সব প্রেক্ষাগৃহ থেকে তা নামিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ সলমন খানের 'এক থা টাইগার'। 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর দ্বিতীয় পর্বের মুক্তির মাত্র পাঁচদিন পর স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল 'এক থা টাইগার'। সলমনের ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ যেহেতু ছিল আকাশছোঁয়া এবং প্রেক্ষাগৃহের মালিকেরাও সেই সুযোগ ছাড়তে চাননি, আগত্যা...।

 

গাড়ি নিয়ে বাড়াবাড়ি কঙ্গনার 

কঙ্গনা রানাউত এবং দীপিকা পাডুকোন। দু'জনে দুই মেরুর। পরস্পরের মধ্যে সদ্ভাবও নেই বিন্দুমাত্র। তবে এক জায়াগায় তাঁদের মিল ছিল। দু'জনেই গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হাজির হয়েছিলেন একই মোটর ট্রেনিং স্কুলে। দীপিকা গাড়ি চালানো শিখে গেলেও পারেননি কঙ্গনা। গাড়ি চালানোর পরীক্ষায় ডাহা ফেল করেছিলেন 'কুইন' ছবির নায়িকা। নিজেই এক সাক্ষাৎকারে সেকথা জানালেন কঙ্গনা। শুধু তাই নয়, এর বছর কয়েক পর দীপিকাকে তরতর করে গাড়ি চালাতে দেখে ফেল গাড়ি চালানো শিখতে উদ্যোগী হয়েছিলেন কঙ্গনা। তবে সেবার পুলিশের জীপকে মেরেছিলেন সজোরে ধাক্কা! ফের ডাহা ফেল। অগত্যা গাড়ি চালানোর রণে ভঙ্গ দেন তিনি।

 

'অভাবী' অনুষ্কা

আজ তিনি তারকা। পাশাপাশি বিশ্ববিখ্যাত ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। শুধুই‌ বিলাসবহুল নয়, আক্ষরিক অর্থেই তারকাখচিত জীবন তাঁর। কিন্তু এক সময় তাঁকেও অভাবের মুখোমুখি হতে হয়েছিল, নিজেই জানালেন অভিনেত্রী। তখন স্কুলে পরেন অনুষ্কা। স্কুলের একটি নাচের প্রতিযোগিতার জন্য তাঁকে বাছাই করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানে ভাড়া করা পোষাকের জষ্য টাকা দেওয়ার সামর্থ্য ছিল না অনুষ্কার পরিবারের। তবু অনুষ্কা যেন ওই অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করতে পারে সেজন্য রাত জেগে মেয়ের জন্য অনুষ্ঠানের উপযোগী পোশাক নিজের হাতে তৈরি করে দিয়েছিলেন অনুষ্কার মা!