আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


আসছে 'দ্য রাজা সাব'-এর সিক্যুয়েল 


দক্ষিণী তারকা প্রভাসের অনুরাগীদের জন্য এক বিরাট ধামাকা! প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই 'দ্য রাজা সাব' নিয়ে চর্চা তুঙ্গে। কিন্তু এই ছবির শেষ দৃশ্য যে দর্শককে এতটা চমকে দেবে, তা হয়তো কেউই কল্পনা করতে পারেননি। ছবিটির শেষে নির্মাতারা এক বড়সড় ঘোষণা করেছেন। জানিয়েছেন, খুব শীঘ্রই আসতে চলেছে এর সিক্যুয়েল। যার নাম রাখা হয়েছে 'রাজা সাব ২: সার্কাস ১৯৩৫'। মারুতি পরিচালিত এই হরর-কমেডি ছবিটি এমনিতেই তার জমকালো সেট এবং ভিজ্যুয়াল এফেক্টসের জন্য প্রশংসা কুড়োচ্ছে। কিন্তু গল্পের ইতি টানার বদলে পরিচালক দোরগোড়া খুলে দিয়েছেন এক নতুন রহস্যের। সিক্যুয়েলের টাইটেল 'সার্কাস ১৯৩৫' দেখে বোঝা যাচ্ছে, গল্পের প্রেক্ষাপট এবার বর্তমান সময় ছাড়িয়ে পিছিয়ে যাবে তিরিশের দশকের পুরনো কোনও এক আবহে। ১৯৩৫ সালের একটি সার্কাসকে কেন্দ্র করে আবর্তিত হবে সেই কাহিনি, যেখানে ভয়ের পাশাপাশি থাকবে রহস্যের ঘনঘটা।


হৃতিকের জন্মদিনে সাবার শুভেচ্ছা 


বলিউড অভিনেতা হৃতিক রোশন পা দিলেন ৫২-তে। ১০ জানুয়ারি অভিনেতার জন্মদিনে অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছায় ভাসিয়েছেন তাঁর প্রেমিকা সাবা আজাদও। তবে সাবার শুভেচ্ছা বার্তাটি ছিল অন্য সবার থেকে আলাদা ও বেশ আবেগপূর্ণ। সমাজমাধ্যমে হৃতিকের একটি হাসিমুখের ছবি পোস্ট করে সাবা তাঁর মনের কথা প্রকাশ করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'তোমাকে খুশি দেখতে পাওয়ার চেয়ে বড় আনন্দ আমার কাছে আর কিছু নেই। বছরের এই সেরা দিনে তোমার জন্য অনেক আনন্দ আর শান্তির প্রার্থনা করি। আমি চাই তোমার সৃজনশীল কাজগুলো যেন যোগ্য সম্মান পায়। অনেক পড়াশোনা, বন্ধু আর পরিবারের সঙ্গে কাটানোর জন্য অফুরন্ত সময় পাক তোমার জীবন।' সাবার এই বার্তায় প্রিয় মানুষের প্রতি তাঁর গভীর ভালবাসা আর শ্রদ্ধা‌ ফুটে উঠেছে। বেশ কয়েক বছর ধরেই ঋতিক ও সাবা সম্পর্কে রয়েছেন। প্রথম দিকে বিষয়টি আড়ালে থাকলেও এখন খুল্লাম খুল্লা প্রেম করতে দেখা যায় এই জুটিকে।


এবার বিদেশির প্রেমে তারা?


বীর পাহাড়িয়ার সঙ্গে বিচ্ছেদের পর বলিউড সুন্দরী তারা সুতারিয়া কি তবে এবার বিদেশের মাটিতেই মন বসাতে চলেছেন? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাঁর একটি পুরনো বক্তব্য নতুন করে ভাইরাল হতেই বলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন। জানা গিয়েছে, কোনও এক সময়ে নিজের পছন্দের জীবনসঙ্গী নিয়ে অকপট হয়েছিলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে তারা জানিয়েছিলেন যে, তিনি হয়তো কোনও বিদেশিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারেন। এর পিছনে বিশেষ কোনও কারণ আছে কি? তারার মতে, পশ্চিমী জীবনধারার মধ্যে একটি নির্দিষ্ট পরিশীলিত ভাব বা আভিজাত্য রয়েছে, যা তাঁকে ভীষণভাবে টানে। তবে বীর পাহাড়িয়াকে মন দিয়েছিলেন তারা। সমাজমাধ্যমেও নিজেদের সম্পর্কে সিলমোহর দেন তাঁরা। কিন্তু হঠাৎই ছন্দপতন! জানা যাচ্ছে, আলাদা হয়েছে বীর ও তারার পথ। কিন্তু নেপথ্যে ঠিক কী কারণ? তা‌ নিয়ে যদিও এখনও পর্যন্ত মুখ খোলেননি দু'জনের কেউই।