গত বছর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পেয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের পরিচালিত সিরিজ 'ব্যাডস অফ বলিউড'। প্রথম পরিচালনার মাধ্যমেই 'নেপো কিড'-এর তকমা ঝেড়ে ফেলেছেন আরিয়ান। এই সিরিজে কাজ করেছিলেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা। মুক্তির অনেকদিন হলেও এখনও চর্চায় থাকে আরিয়ানের এই সিরিজ। এবার এর শুটিংয়ের কিছু অজানা তথ্য ভাগ করলেন অভিনেত্রী গৌতমী কাপুর।

 

মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে গৌতমী জানান, সিরিজের স্ক্রিপ্ট রিডিং সেশনের দিন তিনি প্রথম আরিয়ানকে দেখেন। সেখানে প্রায় ২৫ জন অভিজ্ঞ অভিনেতা উপস্থিত ছিলেন। গৌতমী কৌতুহলী ছিলেন যে, এতজন সিনিয়ার শিল্পীর মাঝে একজন এত অল্পবয়সি কীভাবে নিজেকে সামলান। কিন্তু আরিয়ান কথা বলা শুরু করতেই সবাই অবাক হয়ে যান। 


গৌতমীর কথায়, "আরিয়ানের প্রতিটি চরিত্র নিয়ে যে স্বচ্ছ ধারণা ছিল, তা দেখে আমি হাঁ হয়ে গিয়েছিলাম। যে ছেলেটি নিজেই সিরিজটি লিখেছে এবং পরিচালনা করছে, এই বয়সেই তাঁর এমন পরিপক্কতা সত্যিই অবিশ্বাস্য।"

 

আরিয়ান কাজে এতটাই খুঁতখুঁতে যে, মনের মতো শট না হওয়া পর্যন্ত তিনি থামেন না। সিনিয়র অভিনেতা হোক বা নতুন, কাউকেই ছাড় দিতেন না তিনি। গৌতমী হাসতে হাসতে মনে করিয়ে দেন যে, একেকটি শটের জন্য ১০ থেকে ১৫ বার রিটেক নিতে হতো। ববি দেওলের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, "ববি খুবই শান্ত এবং মাটির মানুষ। সেটে তিনি কখনওই বুঝিয়ে দেননি যে তিনি কত বড় তারকা। কিন্তু আরিয়ানের এই পারফেকশন বা নিখুঁত হওয়ার নেশায় ববি দেওলও মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতেন। আসলে ১০-১৫ বার রিটেক দিলে যে কারওরই ধৈর্যের বাঁধ ভাঙতে পারে, তবে আরিয়ান নিজের সিদ্ধান্তে অনড় থাকতেন।"

 

এক সময় আরিয়ানের 'ঘোস্ট ডিরেক্টর' বিতর্ক নিয়েও চর্চা ছিল। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন ছিল যে আরিয়ান হয়তো নিজে পরিচালনা করছেন না, নেপথ্যে অন্য কেউ তাঁর হয়ে কাজ করে দিচ্ছেন। এই প্রসঙ্গে গৌতমী বলেন, "অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আরিয়ান কি সত্যিই নিজে পরিচালনা করেছেন? আমি বলছি—টানা ২০ ঘণ্টা শুটিংয়ের প্রতিটি মুহূর্ত আরিয়ান নিজে দাঁড়িয়ে থেকে সামলেছেন। এমনকী অনেক স্টান্ট তিনি নিজে করে অভিনেতাদের দেখিয়ে দিতেন। তাই কোনও সন্দেহ নেই যে, এই সিরিজের প্রতিটি ফ্রেম আরিয়ানেরই সৃষ্টি।"