এক বছর ঘুরতে না ঘুরতেই হইচই প্ল্যাটফর্মে চলে এসেছে 'কালরাত্রি' সিরিজের দ্বিতীয় সিজন। সৌমিতৃষা কুণ্ডু এই সিরিজের হাত ধরেই ওয়েব মাধ্যমে পা রেখেছেন। প্রথম সিজনেই দারুণ সাড়া পেয়েছিল এই সিরিজটি। দ্বিতীয়টির ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। কিন্তু জানেন কি 'কালরাত্রি ২' -এর শুটিংয়ে গুরুতর আহত হন সৌমিতৃষা কুণ্ডু। কী ঘটেছিল? জানালেন খোদ সিরিজের পরিচালক অয়ন চক্রবর্তী। 

আজকাল ডট ইনকে দেওয়া সাক্ষাৎকারে অয়ন চক্রবর্তী জানান সৌমিতৃষা কুণ্ডু 'কালরাত্রি ২' ছবিটির শুটিং চলাকালীন গুরুতর আঘাত পান। কিন্তু কাজের প্রতি অভিনেত্রীর এত বেশি ডেডিকেশন যে তিনি কাজ থামাননি। সেই ঘটনার স্মৃতি হাতড়ে অয়ন চক্রবর্তী বলেন, "দু'টো সিজন মিলিয়ে যে প্রায় ৪০ দিন শুট করেছি, এমন একটা মুহূর্তের জন্যও হয়নি যে আমি কোনও শট চেয়েছি, আর ও বলেছে পারব না, বা সংশয় হয়েছে এমনটা একবারের জন্যও হয়নি। এই সিজনেই একটা দৃশ্যের শটে ওর চোখের ঠিক উপরে সজোরে আঘাত লাগে। প্রচণ্ড জোরেই। সে যে কী ভয়ঙ্কর আঘাত, ফুটেজ আছে আমাদের কাছে। লাঞ্চের ঠিক আগেই এই ঘটনাটা ঘটে। গাড়ি পাঠিয়ে ডাক্তার আনা হয়, ওকে মেকআপ ভ্যানে পাঠানো হয়। আমাদের কিন্তু তখন সারাদিনের কাজ বাকি রাত্রি অবধি। আর সব কটা সিনেই ও আছে। ওকে ডাক্তার দেখছেন তখন। আমরা ভাবলাম আজ বুঝি আর বাকি কাজ হল না। লাঞ্চের পর ওকে জিজ্ঞেস করি, 'কী কেমন আছিস', আমায় বলে, 'স্যার এক ঘণ্টা নিই, তারপর শট রেডি করুন'। এক ঘণ্টা পর কিন্তু ও রেডি হয়ে সত্যিই চলে এসেছিল শট দিতে। এটা হচ্ছে সৌমিতৃষা।" 

সৌমিতৃষা কুণ্ডুও কি 'মিঠাই' ধারাবাহিকের পর আবারও ছোটপর্দায় আসছেন? অভিনেত্রী এই বিস স্পষ্ট জবাব না দিলেও সম্ভাবনাকে উড়িয়ে দেননি। তাঁর কথায়, "এই মুহূর্তে না এরম ধরনের কথা বলা যায় না, কারণ আমাদের খুব কম কাজ হচ্ছে। তাই এটা কখনও বলা যায় না যে আমি শুধুমাত্র এটা করব, ওটা করব না। তাছাড়া একজন অভিনেতা বা অভিনেত্রীর কিন্তু এমন ধরনের কথা বলা উচিতও নয়। তোমার কাছে ভাল গল্প জরুরি, কোন মাধ্যম সেটা জরুরি নয় অতটা।"

প্রসঙ্গত, ৯ জানুয়ারি থেকে হইচই প্ল্যাটফর্মে 'কালরাত্রি ২' সিরিজটি দেখা যাচ্ছে। এটির পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। এখানে 'দেবী' নামক চরিত্রে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ডু। সিরিজে অভিনেত্রী ছাড়াও আছেন দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, স্বৈরিতি বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।