‘দাদাগিরি’র মঞ্চে উপস্থিত টিম ‘কার কাছে কই মনের কথা’। গত সপ্তাহেই ধারাবাহিকটি ‘বাংলা সেরা’ তকমা ছিনিয়ে নিয়েছে। ঝাড়গ্রামের হয়ে খেলেছেন ধারাবাহিকের ‘পুতুল’ ওরফে শ্রীতমা ভট্টাচার্য। প্রশ্নোত্তরের পাশাপাশি সবাই সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের থেকে জেনে নেন তাঁর জীবনের খুঁটিনাটি। সম্প্রতি, ‘দাদা’র মেয়ে সানা গঙ্গোপাধ্যায় চাকরি পেয়েছেন। শ্রীতমার কৌতূহল প্রথম চাকরি পেয়ে তিনি তাঁর বাবাকে কী কিনে দিলেন?
অভিনেত্রীর সেই কৌতূহল মিটিয়েছেন ‘দাদা’। জানিয়েছেন, মাইনে পেয়ে মেয়ে তাঁর জন্য খুব দামি একটা উপহার বেছেছিল। দাম শুনেই তিনি নাকচ করে দিয়েছেন। জানিয়েছেন, বাবারা সন্তানের থেকে দামি উপহার আশা করেন না। ছোট উপহারেই খুশি। তাঁর কথায়, ‘‘সানা তো লন্ডনে থাকে। সেখানেই চাকরি করছে। এই সবে প্রথম মাইনে পেয়েছে। আমায় বলল, এই উপহারটা দেব। জিজ্ঞেস করলাম দাম কত? এমন দাম শোনাল যে বললাম, লাগবে না। তুমি তোমার প্রথম রোজগার জমাও।’’ দাদার যুক্তি, ‘‘ভেবেছে বোধহয় বাবাদের উপহার দিতে গেলে অনেক দামি দামি উপহার দিতে হয়। নইলে বাবারা খুশি হয় না!’’ মেয়ের সেই ভুল তিনি ভাঙিয়ে দিয়েছেন। জানিয়েছেন, তাঁকে সামান্য উপহার দিলেই তিনি খুশি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
অভিনেত্রীর সেই কৌতূহল মিটিয়েছেন ‘দাদা’। জানিয়েছেন, মাইনে পেয়ে মেয়ে তাঁর জন্য খুব দামি একটা উপহার বেছেছিল। দাম শুনেই তিনি নাকচ করে দিয়েছেন। জানিয়েছেন, বাবারা সন্তানের থেকে দামি উপহার আশা করেন না। ছোট উপহারেই খুশি। তাঁর কথায়, ‘‘সানা তো লন্ডনে থাকে। সেখানেই চাকরি করছে। এই সবে প্রথম মাইনে পেয়েছে। আমায় বলল, এই উপহারটা দেব। জিজ্ঞেস করলাম দাম কত? এমন দাম শোনাল যে বললাম, লাগবে না। তুমি তোমার প্রথম রোজগার জমাও।’’ দাদার যুক্তি, ‘‘ভেবেছে বোধহয় বাবাদের উপহার দিতে গেলে অনেক দামি দামি উপহার দিতে হয়। নইলে বাবারা খুশি হয় না!’’ মেয়ের সেই ভুল তিনি ভাঙিয়ে দিয়েছেন। জানিয়েছেন, তাঁকে সামান্য উপহার দিলেই তিনি খুশি।
View this post on Instagram
