দীর্ঘদিন পর নতুন ছবি নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন বনি সেনগুপ্ত। চলতি মাসের শেষের দিকে মুক্তি পাচ্ছে 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। এখানেই অন্যতম মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা। তার আগে টলিউড নিয়ে কোন ক্ষোভ উগরে দিলেন? 

অনেক সময়ই বনি সেনগুপ্ত বা স্বস্তিকা দত্তের মতো অভিনেতা, অভিনেত্রীদের 'আন্ডাররেটেড' বলা হয়। অর্থাৎ গুণ থাকার পরেও তাঁরা কাজ পান না দক্ষতা অনুযায়ী। সেই বিষয় এবং কাজ চাওয়া নিয়ে কথা বলতে গিয়ে বনি সেনগুপ্ত আজকাল ডট ইনকে জানান টলিউডের এমন অনেক পরিচালক, প্রযোজক রয়েছেন যাঁরা মনে করেন তিনি আন্ডাররেটেড। কিন্তু কাজ দেওয়ার সময় দেন না। সেই সময় ওই ছবিগুলোর অফার যায় পরমব্রত চট্টোপাধ্যায় বা আবির চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাছে। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, "যাঁরা বলেন বনি, স্বস্তিকা বা এই ধরনের যাঁরা তাঁরা আন্ডাররেটেড। বড় প্রযোজক, বড় পরিচালকরাই এই ধরনের কথা বলছেন। আর যাঁরা বলছেন, তাঁরা কিন্তু আমাদের নেন না। তাঁরা কিন্তু বলে, কিন্তু নেওয়ার সময় সেই আবিরদার (আবির চট্টোপাধ্যায়) কাছে চলে যায়, সেই পরমদার (পরমব্রত চট্টোপাধ্যায়) কাছে চলে যায়। নয় আরও যাঁরা ওঁদের মতো আছেন তাঁদের কাছে চলে যান। তুমি যখন বলছ যে ও আন্ডাররেটেড, যখন বলছ ও অভিনয়টা খারাপ করে না, ভাল করে, তাহলে তাঁদের সুযোগ দেওয়া হোক।" 

বনি সেনগুপ্ত জানান অন্যান্য হাউজ সেই সুযোগ না দিলেও উইন্ডোজ দেয়। কেবল তাঁকে বা স্বস্তিকাকে নয়। কৌশানী মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতা, অভিনেত্রীকে। বনির কথায়, "সেই সুযোগটা উইন্ডোজ দিল। আর এর সবথেকে উদাহরণ কৌশানী। 'বহুরূপী'তে ওঁর চরিত্র, ওরম ডিগ্ল্যাম একটা চরিত্র খুবই কঠিন ছিল। কিন্তু ওই ছবিতে আমি কৌশানীকে দেখিনি, ওর চরিত্রকে দেখেছি। অভিনেতারা এই সুযোগের অপেক্ষা করে। বড় হাউজের থেকে সুযোগটা পেলে ১০টা লোক সেটা দেখতে পারে। আরও অনেক মানুষ বিশ্বাস করতে পারে যে হ্যাঁ, এই ছেলেটাও কাজটা পারে বা এই মেয়েটাও কাজটা পারে।" 

প্রসঙ্গত, ২০২৪ সালে কৌশানী মুখোপাধ্যায়ের কেরিয়ারের যেন পুনর্জন্ম হয়েছে 'বহুরূপী' ছবিটির হাত ধরে। এরপর থেকে তিনি একের পর এক ছক ভাঙা চরিত্রে কাজ করে চলেছেন। আর বনি সেনগুপ্তও নিজের চেনা ছক বদলে, অভিনয়ের দক্ষতা দেওয়ার প্রমাণ পেলেন 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবির হাত ধরে। দর্শকদের থেকে যেমন সাড়া পায় ছবিটি, বা তাঁর চরিত্র এখন সেটাই দেখার। 

'ভানুপ্রিয়া ভূতের হোটেল' ছবিটি আগামী ২৩ জানুয়ারি, ২০২৬ সালে মুক্তি পাবে। এই ছবিতে বনি সেনগুপ্ত ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, স্বস্তিকা দত্ত। অরিত্র মুখোপাধ্যায় ছবিটির পরিচালনা করেছেন। প্রযোজনা উইন্ডোজ প্রোডাকশন হাউজের। সরস্বতী পুজোর দিন এই ছবিটি বক্স অফিসে মুখোমুখি হবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হোক কলরব' এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'বিজয়নগরের হীরে' ছবি দু'টির।