আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য, রাজনীতি। প্রতিবাদ, আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বাংলার মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসির দাবি তুলেছেন। একই সুর দলের সাংসদের মুখে। 

 

এই মুহূর্তে আরজি করের ঘটনার তদন্ত করছে সিবিআই। এদিন মথুরাপুরের তৃণমূল বিধায়ক বলেন, 'দোষীদের ফাঁসি চাই, মা-বোনেদের সম্মান আমাদের সকলের সম্মান, বাংলার মানুষ সিবিআই -এর উপরে আস্থা হারিয়ে ফেলেছে।'

 

   দক্ষিণ ২৪ পরগনা মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার প্রথমে রায়দিঘী কাছারি বাজারে অবস্থান বিক্ষোভ দেখান এদিন, পরে কৃষ্ণচন্দ্রপুর বাজারে বিক্ষোভ দেখান। এই অবস্থান বিক্ষোভ থেকে সাংসদকে তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছে। তিনি বলেন, 'বাংলার মানুষ সিবিআই এর উপরে আস্থা হারিয়ে ফেলেছে, এক সপ্তাহ হয়ে গেল সিবিআই এখন ও মূল অভিযুক্তদের খুঁজে বার করতে পারছে না, তাই মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমাদের এই বিক্ষোভ সভা করা হল। '

 

 

সঙ্গেই বলেন, ' অবস্থান বিক্ষোভ থেকে সিবিআই-এর কাছে দাবি রাখতে চাই, যত দ্রুত সম্ভব অবিলম্বে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের অবিলম্বে ফাঁসির মঞ্চে তোলা হোক। ' আগামী দিনে হত্যা এবং ধর্ষণের মত ঘটনায় কেউ যদি জড়িত থাকলে অবিলম্বে তাদের এনকাউন্টার এবং ফাঁসি দেওয়া হোক, এমনই আইন পাশ করার দাবি তোলেন মথুরাপুর সাংসদ বাপি হালদার । এই অবস্থান বিক্ষোভে সামিল হন রায়দিঘী বিধানসভার বিধায়ক অলক জলদাতা, এবং মথুরাপুর ১এবং২ নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, এবং মানবেন্দ্র হালদার-সহ বহু মানুষ।