আজকাল ওয়েবডেস্ক:  মধ্যপ্রদেশে নয়া বিতর্ক। সেখানকার সরকার ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে কলেজগুলিতে আরএসএসের বই থাকবে অন্য পাঠ্যবইয়ের মতই। যেমন অন্য বিষয়গুলি পড়া হবে তেমন যেন এটিও পড়ানো হয়। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের শিক্ষা দপ্তর এবিষয়ে নির্দেশিকা জারি করেছে।


সেখানে বলা হয়েছে প্রতিটি সরকারি এবং বেসরকারি কলেজগুলিতে আরএসএসের একটি সেট বই কিনতে হবে। সেখানে ৮৮ টি বই রয়েছে। এই সবকটি বইতে বিভিন্ন আরএসএস নেতাদের নানা লেখা রয়েছে। সেগুলি পড়ুয়াদের পড়তে হবে এবং সেখান থেকে শিখতে হবে। শুধু এখানেই শেষ নয়, অবিলম্বে এই বইগুলি কিনে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


বিরোধী কংগ্রেস শিবির জানিয়েছে বিজেপি শাসিত রাজ্য সরকার পড়ুয়াদের মধ্যে এই ধরণের নীতি ঢুকিয়ে দিয়ে তাঁদের নিজস্ব মতামতকে ক্ষুন্ন করতে চাইছে। কংগ্রেস নেতা কে কে মিশ্রা জানিয়েছেন, এই ধরণের বই পড়ুয়াদের বিপথে চালিত করবে। অবিলম্বে এই নির্দেশিকা প্রত্যাহার করা হোক। বিজেপি রাজ্য সভাপতি ভিডি শর্মা পাল্টা জানিয়েছেন, এই সিদ্ধান্তে গেরুয়াকরণ গুলিয়ে ফেলছে কংগ্রেস শিবির। দেশের অতীততে তুলতে ধরাই বিজেপির প্রধান টার্গেট। সেটাই করা হয়েছে।