আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে সোনা আসেনি। এসেছে রুপো। কিন্তু জানেন নীরজ চোপড়া হাতে পরেন ৫২ লক্ষ টাকার ঘড়ি। নীরজের রয়েছে একাধিক স্পনসর। তার মধ্যে আছে বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থা ‘ওমেগা’। অলিম্পিকের ফাইনালের দিন তাঁর হাতে যে ঘড়িটি ছিল, তার দাম নাকি অন্তত ৫২ লাখ অনেকেই বলছেন ওই ঘড়িটি হল ‘ওমেগা সিমাস্টার অ্যাকোয়া টেরা ১৫০ মিটার’। এই ঘড়ির দাম ভারতের বাজারে ৫২ লাখ টাকা। প্রসঙ্গত, ‘ওমেগা’র সঙ্গে চুক্তির পর নীরজ বলেছিলেন, ‘‘এমন একটি সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে খুব উত্তেজিত লাগছে। সংস্থাটি অলিম্পিকের সঙ্গে যুক্ত। প্যারিসে আমার সঙ্গে সংস্থাটি থাকবে।’ যদিও নীরজ তাঁর ঘড়ি নিয়ে কোনও মন্তব্য করেননি।
এটা ঘটনা, এবার পুরুষদের জ্যাভলিনে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। রুপো জিতেছেন নীরজ চোপড়া। এখনও অবধি ১০ বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমেছেন দু’জনে। ন’বারই বাজিমাত করেছেন নীরজ। প্যারিসেই বাজিমাত করে গেলেন নাদিম।
এটা ঘটনা, এবার পুরুষদের জ্যাভলিনে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম। রুপো জিতেছেন নীরজ চোপড়া। এখনও অবধি ১০ বার আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেমেছেন দু’জনে। ন’বারই বাজিমাত করেছেন নীরজ। প্যারিসেই বাজিমাত করে গেলেন নাদিম।
