আজকাল ওয়েবডেস্ক:‌ আইএল টি–২০ ফাইনালে বিতর্ক। মাঠেই মেজাজ হারালেন কায়রন পোলার্ড। তীব্র বচসায় জড়ালেন পাক পেসার নাসিম শাহের সঙ্গে। এমআই এমিরেটসের ইনিংসের ১১ তম ওভারের পর পাকিস্তানের জোরে বোলারের দিকে এগিয়ে যান ক্ষুব্ধ পোলার্ড। পরিস্থিতি সামলাতে ছুটে আসেন অন্য ক্রিকেটাররা এবং মাঠের দুই আম্পায়ার।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুই ক্রিকেটারের তর্কাতর্কির এই ভিডিও। ভিডিওয় দেখা গিয়েছে, নাসিম ওভার শেষ করার পর তাঁকে কিছু বলছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। তাঁকে পাল্টা জবাব দেন পাক পেসার। তার আগে নাসিমের করা ওভারের শেষ বলটি পোলার্ডের পায়ে লেগে ব্যাটে লাগে। আউটের হালকা আবেদন করেন নাসিম। তিনি অবশ্য বুঝতে পারেন, বল লেগ স্টাম্পের বাইরে ছিল। নাসিমের মুখে সে সময় কিছুটা বিদ্রুপের হাসি দেখা যায়। তাতেই রেগে যান পোলার্ড। কিছু বলতে বলতে এগিয়ে যান নাসিমের দিকে। পাক বোলার পাল্টা জবাব দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।


পোলার্ডকে শান্ত করতে এগিয়ে আসেন তাঁর সতীর্থ সাকিব আল হাসান। ডেজার্ট ভাইপার্সের অন্য ক্রিকেটাররাও এগিয়ে আসেন। তাঁরা নাসিমকে দূরে সরিয়ে নিয়ে যান। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসেন দুই আম্পায়ারও। দূরে চলে যাওয়ার পরও দুই ক্রিকেটারকে পরস্পরের উদ্দেশে কিছু বলতে দেখা গিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। পরে নাসিমের বলেই আউট হন পোলার্ড।


প্রসঙ্গত, পোলার্ড মাথা গরম করলেও দলকে জেতাতে পারেনি। প্রথমে ব্যাট করে সাম কারেনের ডেজার্ট ভাইপার্স ৪ উইকেটে ১৮২ রান করে। ৫১ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলেন কারেন। ৩২ বলে ৪১ রান করেন ম্যাক্স হল্ডেন। জবাবে এমআই এমিরেটসের ইনিংস ১৮.৩ ওভারে ১৩৬ রানে শেষ হয়। অধিনায়ক পোলার্ড করেন ২৮ বলে ২৮। সাকিব করেন ২৭ বলে ৩৬ রান। ১৮ রানে ৩ উইকেট নেন পাক পেসার নাসিম শাহ।

এদিকে, সুস্থ হয়ে টি–২০ দলে ফিরেছেন। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে রাখা হয়নি হার্দিক পাণ্ডিয়াকে।


বোর্ড সূত্রে জানা গেছে, হার্দিক এখনও টানা ১০ ওভার বল করার মতো জায়গায় নেই। আর সেই কারণেই তাঁকে ওয়ানডে দলে রাখা হয়নি। 


সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সেই দলে রাখা হয়নি হার্দিককে। যা নিয়ে শোরগোল পড়েছিল। যদিও বিসিসিআই জানিয়েছে, ফিটনেসের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেন্টার ফর এক্সেলেন্স থেকে হার্দিককে এখনও পুরো ১০ ওভার বল করার অনুমতি দেওয়া হয়নি। এছাড়া টি–২০ বিশ্বকাপে পাণ্ডিয়া যাতে ১০০ শতাংশ সুস্থ থাকতে পারেন সেই দিকটিও দেখা হয়েছে।