বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও দুই গ্রহের সংযোগে গুরুত্বপূর্ণ যোগ তৈরি হয়। যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব পড়ে। যেমন শীঘ্রই মঙ্গলাদিত্য যোগে তিন রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
10
২০২৬ সালে একটি খুবই গুরুত্বপূর্ণ ও শক্তিশালী যোগ তৈরি হতে চলেছে। এই যোগের নাম মঙ্গলাদিত্য যোগ। সূর্য ও মঙ্গল গ্রহ একসঙ্গে অবস্থান করলে এই যোগ গঠিত হয়।
3
10
নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে। আবার নির্দিষ্ট সময়ের ব্যবধানে নক্ষত্রও পরিবর্তন করে সূর্য।
4
10
জ্যোতিষশাস্ত্রে, মঙ্গলকে সাহস, শক্তি এবং বীরত্বের কারক গ্রহ বলা হয়। কোষ্ঠীতে মঙ্গল অর্থাৎ সেনাপতি গ্রহ শক্তিশালী হলে ভাগ্য সবসময় পাশে থাকে। আর মঙ্গলের অবস্থান যদি শুভ হয়, তাহলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয়।
5
10
আগামী ৯ জানুয়ারি সূর্য এবং মঙ্গল একই রাশিতে অবস্থান করবে। এই সংযোগের
প্রভাব সব রাশির উপর পড়লেও, ৩টি রাশির জন্য এই যোগ অত্যন্ত শুভ ফল দেবে।
6
10
মঙ্গল ও সূর্যের সংযোগে তিন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
7
10
মেষঃ মঙ্গল এই রাশির অধিপতি গ্রহ। তাই সূর্যের সঙ্গে মঙ্গলের মিলনে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ বা লাভজনক চুক্তি করতে পারেন।
8
10
সিংহঃ সূর্য এই রাশির অধিপতি। তাই মঙ্গলাদিত্য যোগ সিংহ রাশির জাতকদের জন্য বিশেষভাবে শুভ। এই সময় নেতৃত্বের গুণ আরও প্রকাশ পাবে। অফিসে বস বা ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়া পারেন। সমাজে সম্মান বাড়বে। রাজনীতি, প্রশাসন, ম্যানেজমেন্ট বা সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ লাভবান হতে পারেন।
9
10
ধনুঃ এই যোগ ধনু রাশির জাতকদের ভাগ্যকে শক্তিশালী করবে। আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। বিদেশে কাজ, পড়াশোনা বা ব্যবসার সুযোগ আসতে পারে। নতুন কিছু শেখা বা বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময় খুবই ভাল। আর্থিক দিক থেকেও উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় বাড়তে পারে।
10
10
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গলাদিত্য যোগ যতটা শক্তিশালী, ততটাই সতর্ক থাকার প্রয়োজন। এই সময় রাগ, তাড়াহুড়ো বা অহংকার বাড়তে পারে। তাই যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে জরুরি।