বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর অবস্থানরত ঘূর্ণাবর্তটি বর্তমানে ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের ওপর অবস্থান করেছে জানিয়েছে হাওয়া অফিস।
2
6
আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের ওপর ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকা অন্য আর একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আলিপুর।
3
6
অন্যদিকে, জোড়া ঘূর্ণাবর্তের পরেও রাজ্যে শীতের দাপট আপাতত জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের দার্জিলিং জেলার সান্দাকফু ও ফালুটের কিছু অংশে তুষারপাত লক্ষ্য করা গিয়েছে। রাজ্যের বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন।
4
6
দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এবং উত্তরবঙ্গের মালদা, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে সোমবার।
5
6
উত্তরবঙ্গের এক-দু’টি স্থানে তাপমাত্রা কমলেও, কিছু কিছু জায়গায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দক্ষিণবঙ্গের বহু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নিচে নেমে গিয়েছে। রাজ্যের বাকি অংশে তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
6
6
রাজ্যের পার্বত্য এলাকা দার্জিলিংয়ে তাপমাত্রার পারদ নেমেছে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে। সমতলের মধ্যে দক্ষিণবঙ্গের বহরমপুর ও কল্যাণী এবং উত্তরবঙ্গের মাঝিয়ানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.০ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস।