গত কয়েকদিন ধরে দুই বঙ্গে বৃষ্টির আমেজ থাকলেও, বুধবার থেকে বৃষ্টি কমেছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বুধের সকাল থেকে উধাও মেঘ-বৃষ্টির লুকোচুরি। তবে হাওয়া অফিস সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের ভিজবে দক্ষিণবঙ্গের ছয় জেলা। হাওয়া অফিস বলছে, বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বৃষ্টির সম্ভাবনা আগামিকাল।
2
6
হাওয়া অফিস জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বর্তমানে সরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর ওড়িশা এলাকায় অবস্থান করছে। আগামী কয়েকঘন্টায় তা নিম্নচাপে পরিণত হবে।
3
6
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পর, শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে ফের বৃষ্টির সম্ভাবনা শনিবার। রবিবার থেকে একাধিক জেলায় বাড়বে বৃষ্টি।
4
6
শনিবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। রবিবার বৃষ্টি বাড়বে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। টানা বৃষ্টিতে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কার কথা বলা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, টানা বৃষ্টিতে পাহারি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। প্লাবিত হতে পারে সমতল এলাকা। নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।