আজকাল ওয়েবডেস্ক : ইজরায়েল-হামাসের যুদ্ধে যেভাবে সাধারণ মানুষের প্রাণহানি হয়েছে তার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবিলম্বে এই পরিস্থিতির উন্নতি হওয়া দরকার বলে মনে করেন তিনি। ভারত বরাবরই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে। তবে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করাও যেকোনও রাষ্ট্রের প্রধান কর্তব্য বলেও মনে করেন প্রধানমন্ত্রী। পশ্চিম-এশিয়ার পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে পৃথকভাবে করা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানেও সাধারণ মানুষের প্রাণরক্ষার বিষয়টিতে জোর দিয়েছেন তিনি। গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির দিকে বিবেচনা করে বরাবরই যুদ্ধের বিপক্ষে ভারত। এখনও পর্যন্ত প্রায় ১২০০ ইজরায়েলি প্রাণ হারিয়েছেন। আফ্রিকান ইউনিয়ন জি টোয়েন্টি সম্মেলনে এসে তাদের মতামত দিয়েছিল। ভারত সবদিক থেকেই সকলকে সহায়তা করতে তৈরি। তবে হামাস যেভাবে কাজ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কোনও অন্যায় নয়। তবে এই যুদ্ধের ফলে অকালে প্রাণ হারাচ্ছে যে মানুষরা তাদের পরিবারগুলির পরবর্তীকালে কি পরিস্থিতি হবে তা নিয়ে চিন্তিত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
