আজকাল ওয়েবডেস্ক: স্কুল চত্বরে ঢুকে প্রকাশ্যে ছাত্রখুন। ঘটনায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটে৷ গোরক্ষপুরের একটি স্কুলে ঢুকে একাদশ শ্রেণির এক ছাত্রকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। মৃত ছাত্রের নাম সুধীর ভারতী (১৭)। প্রকাশ্য দিবালোকে স্কুল চত্বরে এমন ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ তদন্তে নামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন গোরক্ষপুর কো-অপারেটিভ ইন্টার কলেজের মাঠে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সুধীর। সেই সময় একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক সেখানে আসে। সুধীরকে লক্ষ্য করে তারা হঠাৎই গুলি চালাতে শুরু করে। সুধীরের ঘাড়ে গুলি লাগে এবং সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় গুলির শব্দে স্কুল জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। শিক্ষক ও পড়ুয়ারা যখন ঘটনাস্থলে ছুটে আসেন, সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকা ছাড়ে আততায়ীরা।

ঘটনার খবর পেয়েই পুলিশ ও পরিবারের লোকজন দ্রুত স্কুলে পৌঁছান। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধীরের। ছেলের মৃতদেহ দেখে মা জ্ঞান হারান। ঘটনার জেরে দোষীদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিজন ও স্থানীয় বাসিন্দারাও।

প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, পুরনো কোনও বিবাদের জেরে এই খুন। তদন্তে জানা গিয়েছে, তিন দিন আগে গ্রামেরই এক যুবকের সঙ্গে সুধীরের ঝামেলা হয়েছিল। তার জেরেই কি এই হামলা? পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার বিষয়ে বলতে গিয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "অভিযুক্তদের শনাক্ত করা গিয়েছে। খুব দ্রুত তাদের ধরা হবে।"

তবে স্কুলের মতো সুরক্ষিত জায়গায় ঢুকে এমন খুনের ঘটনায় ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে জোর প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাঁদের দাবি, স্কুল চত্বরে এমন প্রকাশ্যে দুষ্কৃতীরা কীভাবে ঢুকতে পারে। অনেকেই স্কুলের সামনে বিক্ষোভ করেন।