আজকাল ওয়েবডেস্ক:‌ দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ চালিয়ে বুধবার রাতে প্রয়াত হয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড়। প্রাক্তন সতীর্থের মৃত্যুতে ব্যথিত সুনীল গাভাসকার। বলেই দিয়েছেন, ‘‌দেশের তিন সেরা সাহসী ক্রিকেটারের এক জন ছিল অংশুমান গায়কোয়াড়।’‌ এরপরই সানির সংযোজন, ‘‌আমি সম্মানিত যে দেশের তিন সাহসী ক্রিকেটারে সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। সেই তিন জন হলেন একনাথ সোলকার, জিমি অমরনাথ ও অংশুমান গায়কোয়াড়।’‌ 



প্রসঙ্গত নরি কন্ট্রাক্টরের সাহসিকতার কথা কারও অজানা নয়। ভাঙা পাঁজড় নিয়ে লর্ডসে ৮১ রান করেছিলেন তিনি। গাভাসকারের কথায়, ‘‌এই সাহসটাই দেখেছিলাম সোলকার, অমরনাথ ও অংশুমানের মধ্যে।’‌ 
কিছুদিন আগেই অংশুমানের চিকিৎসার আর্থিক সাহায্য চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছিলেন কপিল। তিনি নিজে ছাড়াও বাকি প্রাক্তনীরা যথাসাধ্য অর্থ সাহায্যও করেছিলেন। কিন্তু ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন গায়কোয়াড়। জানা গেছে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন গায়কোয়াড়। মাসখানেক আগে দেশে ফিরিয়ে আনা হয় তাঁকে। নিজের শহর বরোদাতেই চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই মৃত্যু হয়। 
দেশের হয়ে ৪০ টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলেছিলেন গায়কোয়াড়। দেশের কোচ থাকাকালীন ভারত ২০০০ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স হয়েছিল।