আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর বিআরও-এর সহায়তায় চুংথাং-এ তিস্তা নদীর উপর বেইলি ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এটি উত্তর সিকিমের বন্যা দুর্গত অঞ্চলগুলিকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করেছে যা তেসরা অক্টোবর রাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সিকিমের ওই এলাকাগুলি বাকি রাজ্যগুলি থেকে আলাদা হয়ে যায়। সেতুটি এখন যানবাহন চলাচলের জন্য এবং বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহের পথ প্রশস্ত করবে। সিকিমের প্রবল বর্ষণ এবং মেঘভাঙা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। বিপর্যস্ত হয়েছিল বিস্তীর্ণ এলাকার জনজীবন। ভেসে গিয়েছিল বহু গ্রাম। পরিস্থিতি বিচারে নির্দিষ্ট সময় পর্যন্ত বন্ধ ছিল সেখানকার স্কুল-কলেজ।
