ইন্দ্রাণীর মন জয় করার পরীক্ষায় রোজ বিভিন্নভাবে ফেল করছিল কুসুম। কিন্তু হাল ছাড়েনিসে। এখন একটু একটু করে ইন্দ্রাণীর প্রিয় পাত্রী হয়ে উঠেছে কুসুম। তার পাশে আছে ঈশান। এমনই বাউন্ডুলে বলে ঈশানের পরিচিতি আছে, তবে কুসুমের সে 'বেস্ট ফ্রেন্ড'। অন্যদিকে, আয়ুষ্মানের কাছেও বড্ড আনকোরা ছিল কুসুম। কিন্তু এখন একেবারে সম্পর্কের সমীকরণ এলোমেলো হয়ে গিয়েছে। 

 

 

এর মধ্যেই নতুন বিপাকে পড়ে কুসুম। ইন্দ্রাণীর কসমেটিকসের ব্যবসায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর কুসুম। তাই নতুন ফটোশুটের জন্য তৈরি হতে যায় সে। এদিকে, দেবলীনা কুসুমকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করে। সে জানায়, দেবীমা কুসুমের জন্য ওয়েস্টার্ন পোশাক পছন্দ করেছে তাই তাকে সেই পোশাক পরেই শুট করতে হবে। 

 

 

এদিকে, প্রথমবার ওয়েস্টার্ন পোশাক পরায় খুবই অস্বস্তিতে পড়ে কুসুম। তাই গায়ে চাদর ঢাকা দিয়ে আসে সে। কিন্তু দেবলীনা কুসুমকে অপদস্থ করার জন্য তার গায়ের চাদর জোর করে টেনে খুলে দেয়। এই ঘটনায় আরও ভয় পেয়ে যায় কুসুম। কীভাবে নিজেকে সামলাবে সে? দেবলীনার চক্রান্ত কী ধরা পড়বে ইন্দ্রাণীর কাছে? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 


প্রসঙ্গত, এর আগে আয়ুষ্মানদের ব্যবসার জন্য একটা বিজ্ঞাপনী ভিডিও শুটিংয়ের আয়োজন করা হয়। কুসুম ও আয়ুষ্মান বর-কনের বেশে ওই ভিডিওতে আসে। বিয়ের সাজে সেজে ওঠে তারা। মালা বদল হয়,সাতপাকে বাঁধা পড়ে এমনকী কুসুমের সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেয় আয়ুষ্মান। শুটিং শেষ হলেই গলার মালা খুলে মণ্ডপ ছেড়ে উঠে পড়ে আয়ুষ্মান। কুসুমকে প্রোডাকশনের লোকেরা বলে শাঁখা-পলা খুলে সিঁদুর মুছে ফেলতে। কিন্তু কিছুতেই রাজি হয় না কুসুম। 

 


ভিডিওর স্বার্থে হলেও, আয়ুষ্মানের পরানো সিঁদুর সে মুছে ফেলতে পারে না। মনে মনে সে নিজেকে আয়ুষ্মানের স্ত্রী ভাবে। তাই তার জন্য সমস্তরকম নিয়ম কুসুম পালন করতে চায়। লুকিয়ে সিঁথিতে সিঁদুর পরে কুসুম, লুকিয়ে হাতে নোয়াও পরে। এবার এই লুকিয়ে নিয়ম রক্ষা করতে গিয়ে বিরাট বিপাকে পড়ে কুসুম। 

 

 

এমনকী নিজের বিশ্বাসের মর্যাদা দিতে গিয়ে রাতুলের সঙ্গে বিয়েও ভেঙে দেয়। বিয়ের দিন রাতুলকে সবটা জানিয়ে দেয় সে। এদিকে, আয়ুষ্মানকে এখনও নিজের মনের কথা বলে উঠতে পারেনি কুসুম। কিন্তু মনে মনে একেবারে ভেঙে পড়েছে সে। তার এই বিশ্বাসের জন্য এতগুলো মানুষের জীবন এভাবে নষ্ট হয়ে যাবে, তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। তাই ভগবানের কাছে গিয়ে হাতের নোয়া খুলে রেখে দেয় সে। বিয়ের সমস্ত চিহ্ন এভাবেই মুছে ফেলতে চায় কুসুম। কিন্তু নোয়া খুলতেই আয়ুষ্মানের ঘটে এক চরম বিপদ! একটা লরি এসে ধাক্কা মারে আয়ুষকে। 

 

 

কুসুম বুঝতে পারে তার কারণেই এমনটা হয়েছে‌। এরপর কুসুম ও ইন্দ্রাণী একসঙ্গে কঠোর ব্রত পালন করে আয়ুষ্মানকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু কুসুম কি আয়ুষের স্ত্রীর পরিচয় পাবে? এই প্রশ্নের জবাবের অপেক্ষায় দর্শক।