আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী এক সপ্তাহে বাংলার কোথাও আবহাওয়ার কোনও সতর্কতা নেই। আগামী পাঁচদিনে রাতের তাপমাত্রায় বিরাট হেরফের হবে না।
2
7
আগামী মঙ্গলবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দু'ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ভোরের দিকে কয়েকটি জেলায় হালকা কুয়াশা থাকতে পারে। মূলত গোটা বাংলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
3
7
আজ রবিবার দার্জিলিংয়ে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি কালিম্পংয়েও দু'-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।
4
7
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিংয়ে পারদ ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল গতকাল।
5
7
এদিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরে। ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে মালাক্কা প্রণালীতে ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে।
6
7
এটি পশ্চিম - উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর নিম্নচাপে পরিণত হবে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তি বাড়াতে পারে। নভেম্বর মাসের শেষে এই সিস্টেম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
7
7
আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটক ও মৎস্যজীবীদের এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।