আজকাল ওয়েবডেস্ক: মিডিয়া ও কমিউনিকেশন নিয়ে বিশ্বমানের জার্নাল প্রকাশ করল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। জার্নালটি ভার্চুয়ালি প্রকাশিত হয়েছে। এবিষয়ে এসএনইউ গাঁটছড়া বেঁধেছে আমেরিকার ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির দ্য কমিউনিকেটরস-এর সঙ্গে। এই সংস্থাটি একটি স্বাধীন গবেষণামূলক সংস্থা। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ভার্চুয়াল মিটিঙে এসএনইউ-এর প্রতিনিধিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড.ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। অন্যদিকে ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির পক্ষে ছিলেন মাইক হ্যাজেন। ছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্টরা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আমেরিকার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গ্রেগ ওয়াইজ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির রাকেশ বটব্যাল এবং মনিপাল ইউনিভার্সিটির বিপি সঞ্জয় ও পদ্ম রাণী। জার্নাল-এর এই প্রকাশ উপলক্ষে সমবেত সকলেই ট্রাস্টি ড. বুড়োশিব দাশগুপ্তর ভূমিকার প্রশংসা করেন। একইসঙ্গে "এডিটোরিয়াল"-এ অসামান্য ভূমিকা পালনের জন্য প্রশংসিত হয়েছেন ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটির ড. আনন্দ মিত্র এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ড. রাজেশ দাস। এঁরা দুজনেই এগজিকিউটিভ এডিটর। আগামীদিনে মিডিয়া ও কমিউনিকেশন নিয়ে গবেষণা ছাড়াও মিডিয়া জগতের সঙ্গে যাঁরা যুক্ত এবং এবিষয়ে দক্ষ, তাঁদের সকলের কাছেই যাতে এই জার্নাল প্রয়োজনীয় হয়ে উঠতে পারে সেই লক্ষ্যেই এগিয়ে যাওয়া হচ্ছে। দুই প্রখ্যাত প্রতিষ্ঠানের এই বিশেষ উদ্যোগের ফলে আন্তর্জাতিক স্তরে এবিষয়ে শিক্ষকদের মধ্যে যেমন পারস্পরিক সম্পর্ক স্থাপিত হল, তেমনি শিক্ষা ও গবেষণায় আগ্রহীদের কাছে একটি দৃষ্টান্তও তৈরি হল।