ডিসেম্বরের শেষদিকে যেভাবে চালিয়ে খেলেছিল শীত সেখানে এবার সাময়িক বিরতি। বছরের প্রথম দিন থেকেই কেমন যেন একটা গাছাড়া মনোভাব দেখাচ্ছে শীত।
2
9
আবহবিদরা কিন্তু বিষয়টি নিয়ে একেবারেই স্বস্তিতে নেই। আগামী কয়েকদিন যে শীতের সেই কনকনে দাপট খানিকটা কমবে সেটাও নজরে রেখেছেন তারা।
3
9
জানুয়ারির শুরুর দিন থেকে তাপমাত্রা খানিকটা বৃদ্ধির প্রধান কারণ হল লা নিনা। শীতের সময় শীতকে ভাগিয়ে দিতে তার জুড়ি মেলা ভার। সেই কাজটি কী তবে করছে সে।
4
9
বিশ্বের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে উত্তরে হিমালয়ের শীতল বাতাস আসতে বাধা পেয়েছে। সেখানে স্থান নিচ্ছে মহাসাগরের গরম বাতাস। সেটাই এখন প্রধান কারণ।
5
9
ক্যালিফোর্নিয়াতে বৃষ্টি তারই ইঙ্গিত দিয়েছে। পশ্চিমের বাতাসের জোর যত বাড়ছে ততই কমছে উত্তুরে হাওয়া। সেখান থেকে মহাসাগরের গরম হাওয়া নিজের খেলা দেখাচ্ছে।
6
9
এই সময় লা নিনার জেরে শীতের দাপট দেখাটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে সেখানে দেখা গিয়েছে ঘাটতি। ফলে বিশ্বের একপ্রান্ত যেভাবে শীতে কম্পান। অন্যদিকে চলছে গরম-বৃষ্টির খেলা।
7
9
নিউইয়র্কে বিগত বছরের হিসেবে যেখানে পুরু বরফের স্তর দেখা গিয়েছে। সেখানে বছরের শুরুতেই তাদের মুখ ভার। ক্রমেই যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শীতলতার পরশ।
8
9
তবে এই পরিস্থিতি বদলাতে বেশি সময় লাগবে না। ফের শীতের পরশ ফিরতে পারে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই। তখন ফের একবার শীতের ঝোড়ো ইনিংস দেখা যাবে।
9
9
আসলে বিশ্ব উষ্ণায়নের যুগে কোনও কিছুই আগে থেকে বলা যায় না। কখন যে প্রকৃতি তার নিজের খেলা দেখাবে তখন তাকেই মেনে নিতে হবে। সেখানে পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকার কোনও স্থান নেই।