আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহনের নাম ব্যবহার করে আর্থিক প্রতারণার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ রাজস্থানের ভরতপুর থেকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত যুবককে। ধৃতের নাম বিজয় সাহু (৩০)। জানা গিয়েছে, তিনি পেশায় কচুরির দোকানের কর্মী। পুলিশ সূত্রে খবর, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পর বৃহস্পতিবার ধৃতকে কলকাতার মুখ্য বিচারবিভাগীয় বিচারকের আদালতে পেশ করা হয়। আদালত বিজয় সাহুকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

তদন্তে নেমে পুলিশ রাজস্থানের ভরতপুরে সক্রিয় একটি সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে। অভিযোগ, এই চক্র সমাজমাধ্যমে ভুয়ো প্রোফাইল তৈরি করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতানোর চক্র চালাচ্ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, বিজয় এই ভরতপুর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছর পরিবহণ সচিব সৌমিত্র মোহনের নামে একটি ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলেন অভিযুক্ত। সেই অ্যাকাউন্ট থেকে সচিবের বন্ধু ও আত্মীয়দের ট্যাগ করে বিভিন্ন অজুহাতে আর্থিক সাহায্য চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নজরে আসতেই পরিবহণ সচিব সৌমিত্র মোহন নিজে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তকারীরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ভুয়ো অ্যাকাউন্টের তথ্য চান। ফেসবুকের দেওয়া মোবাইল নম্বরের সূত্র ধরেই পুলিশ জানতে পারে নম্বরটি রাজস্থানের এবং তা বিজয় নামে এক ব্যক্তি ব্যবহার করছিলেন।

পুলিশ সূত্রে আরও খবর, কলকাতা পুলিশ গত বছরের সেপ্টেম্বর ও নভেম্বর মাসে দু’বার নোটিস পাঠিয়ে বিজয়কে তলব করলেও তিনি হাজির হননি বলে অভিযোগ। এরপর আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সেই পরোয়ানার ভিত্তিতেই গত রবিবার রাজস্থানের ভরতপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ব্যবহৃত মোবাইল ও সিম।

এ দিন বৃহস্পতিবার সরকারি আইনজীবী আদালতে জানান, এই প্রতারণা চক্রে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তাই ঘটনার নেপথ্যে পুরো চক্রটি চিহ্নিত করতে ধৃতকে পুলিশি হেফাজতে নেওয়া জরুরি। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে বিজয় সাহুকে ১৪ দিনের পুলিশি হেফাজত দেয়। পুলিশের দাবি, জেরায় উঠে আসতে পারে সাইবার প্রতারণা চক্রের আরও চাঞ্চল্যকর তথ্য।