আজকাল ওয়েবডেস্ক: আরজিকর আন্দোলনের অন্যতম মুখ। আন্দোলনের হোতা হয়ে, ন্যায়বিচারের দাবিতে, পথে থেকেছেন দীর্ঘদিন। তাঁর নিজের পোস্টিং নিয়েও আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে, একেবারে বছরের শুরুর দিনেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে অনিকেত মাহাতো বড় ঘোষণা করেছেন। জানিয়ে দিয়েছেন,জুনিয়র ডক্টরস ফ্রন্টের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। জুনিয়র ডক্টরস ফ্রন্টকে যে চিঠি তিনি দিয়েছেন, সেই চিঠির ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজের এই সিদ্ধান্ত গ্রহণকে বেদনাদায়ক উল্লেখ করেও, পরপর লাইনে যা লিখেছেন, তাতে ফ্রন্টের মধ্যে মতানৈক্যের ইঙ্গিত স্পষ্ট। অনিকেত লিখেছেন-
‘ট্রাস্ট এবং এক্সিকিউটিভ কমিটির সুনির্দিষ্ট সম্পর্ক ঠিক না করে, আইনি পরামর্শ উপেক্ষা করে, যেভাবে এই কমিটি তৈরি করা হচ্ছে, সেটা আমি মনে করি সম্পূর্ণ অগনতান্ত্রিক এবং এর সাথে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনও সংগতিপূর্ণ নয়। আমি এ বিষয়ে আমার আপত্তির কথা বারংবার জানিয়েছি, আইনি পরামর্শ নেওয়ার কথা বলেছি, তাতে আপনারা কর্ণপাত করেন নি।
&t=1s
বিগত ৯ আগস্ট ২০২৪ আর জি কর মেডিকেল কলেজে অভয়ার মর্মান্তিক হত্যা ও ধর্ষণের প্রতিবাদে সমগ্র রাজ্য, দেশ, এমনকি দেশের বাইরেও যে অভূতপূর্ব গণআন্দোলন গড়ে উঠেছিল তাকে পরিচালনা করতেই 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্ট' (WBJDF) তৈরি হয়েছিল। এই আন্দোলন চলাকালীন আন্দোলনের কর্মপন্থা নিয়ে আপনাদের সাথে আমার মাঝে মাঝে মতপার্থক্য যে হয়েছিল সেটা আপনারা জানেন৷ তবুও ঐক্য বজায় রেখে আমার সাধ্যমত আন্দোলনে ভূমিকা পালন করে গেছি- সেটা আপনারা জানেন, দেশবাসীও জানেন। কিন্তু রাজ্য সরকার যখন প্রতিহিংসামূলক সিদ্ধান্ত নিয়ে আমি অনিকেত মাহাতো, দেবাশীষ হালদার ও আসফাকুল্লা নাইয়া -এই তিনজনের পোস্টিং বেআইনিভাবে পরিবর্তন করে দিল, তখন দুজন জয়েন করে গেলেও প্রতিবাদ স্বরূপ আমি পরিবর্তিত জায়গায় জয়েন না করে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিসিশন বেঞ্চ আমার পক্ষে রায় দেওয়ার পর সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। সুপ্রিম কোর্টও আমার পক্ষে রায় দেয় ও দু সপ্তাহের মধ্যে আর জি করে জয়েন করানোর নির্দেশ দেয়। দু সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সরকার আমাকে জয়েন করতে দেয়নি। এ কথা আমি স্পষ্ট করে বলতে চাই, সরকারের কাছে আমি মাথা নত করব না, শেষ পর্যন্ত সর্বপ্রকার লড়াই করে যাব।
অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে আমি প্রথম থেকেই যুক্ত হয়ে সাধ্যমত আমার ভূমিকা পালন করে গেছি, ভবিষ্যতেও আমি করে যাব।
আশা করি আপনারা আমার এই পদত্যাগ পত্র গ্রহণ করবেন।‘
