আজকাল ওয়েবডেস্ক : মহারাষ্ট্রের পুনের ইয়েরাওয়াড়া এলাকার এক মহিলার দেহে জিকা ভাইরাসের সন্ধান মিলেছে। এপিডেমিউওলজি বিভাগের সহ অধিকর্তা ডাক্তার প্রতাপ সিং সারণীকর বছর ৬৪-র ওই মহিলার সঙ্গে দেখা করে তাঁর স্বাস্থ্য রক্ষার ব্যাপারে পরামর্শ দেন। গত অক্টোবরে ওই মহিলা কেরলে গিয়ে, জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন বলে মনে করা হচ্ছে। তবে মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল।
