আজকাল ওয়েবডেস্ক: ডাকাতির চেষ্টা গেল বিফলে। পুলিশের জালে দুই দুষ্কৃতী। জানা গেছে, সোমবার রাতে ৪১ নম্বর জাতীয় সড়কে বেশ কিছু দুষ্কৃতী ডাকাতির উদ্দেশে জড়ো হয়েছিল। কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর পুলিশ ফাঁড়ির কাছে গোপন সূত্রে এই খবর আসার পরই ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। কয়েকজন চম্পট দিলেও পুলিশ ধরে ফেলে দুই দুষ্কৃতীকে। ধৃতদের থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ছুরি উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে একজন কোচবিহারের বাসিন্দা পরিতোষ ভট্টাচার্য (৫১)। অপর ধৃত রাজীব রায় ওরফে পচা (৩৩) কল্যাণী সঙ্গম সিনেমা হল এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
ধৃতদের মধ্যে একজন কোচবিহারের বাসিন্দা পরিতোষ ভট্টাচার্য (৫১)। অপর ধৃত রাজীব রায় ওরফে পচা (৩৩) কল্যাণী সঙ্গম সিনেমা হল এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের কল্যাণী মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
