আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতার কনভয়ের গাড়ির ধাক্কায় শিশু ও মহিলার আহত হওয়ার অভিযোগ। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হেঁড়িয়া চৌরাস্তার ট্রাফিক সিগন্যাল এলাকায় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি গত ২৬ ডিসেম্বর ঘটেছে বলে খবর। অভিযোগ, শিশুকন্যাকে কোলে নিয়ে এক মহিলা ও তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। সেই সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশের সামনেই শুভেন্দু অধিকারীর কনভয়ের একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে।
এই ঘটনায় ওই মহিলা ও শিশুকন্যা গুরুতরভাবে আহত হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পরপরই শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হলেও পরে আর কোনও খোঁজ নেওয়া হয়নি বলেই অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে কর্তব্যরত ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গাড়ি চলাচলের সিগন্যাল থাকা সত্ত্বেও কীভাবে রাস্তা পার হওয়ার অনুমতি দেওয়া হল এবং সেইসময় ওই স্থানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কী করছিলেন তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জালালউদ্দিন খান সরব হয়েছেন। এ নিয়ে তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
