আজকাল ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে আতঙ্ক৷ চূড়ান্ত খসড়া তালিকায় বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ যাওয়ার আশঙ্কায় তারা বিভ্রান্ত৷ অনেকেই সিএএতে আবেদন করে এখনও শুনানিতে ডাক পাননি৷ এরমধ্যেই ঠাকুরনগর আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি৷ তিনি ঠাকুর বাড়িতে যাবেন এবং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন৷


মঙ্গলবার দলীয় কর্মীদের নিয়ে তারই প্রস্তুতি সভা ছিল বনগাঁয়৷ সভা শেষে সাংবাদিক সম্মেলন করে বনগাঁ সংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন,  আগামী ৯ জানুয়ারি অভিষেক ব্যানার্জি প্রথমে তাহেরপুরে সভা করবেন তারপরে আসবেন ঠাকুরনগরে। ঠাকুরবাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন। তারপর সেখান থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন৷ দুপুর দুটোর সময় তিনি ঠাকুরবাড়িতে আসবেন৷ এসআইআর প্রাথমিক খসড়া তালিকা প্রকাশের পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন মতুয়ারা। তারা মনে করছেন চূড়ান্ত তালিকায় অনেকর নাম বাদ যাবে। 


এই পরিস্থিতির মধ্যে মতুয়া ঠাকুরবাড়িতে এসে অভিষেক ব্যানার্জি কী বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছেন মতুয়া ভক্তরা৷ রতন বিশ্বাস নামে এক মতুয়া ভক্ত বলেন, মুখ্যমন্ত্রী তো বলেছেন আমাদের পাশে আছেন। অভিষেক ব্যানার্জিও নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন। তিনি আসছেন বলে আমরা ভরসা পাচ্ছি ৷ 


প্রসঙ্গত, কিছুদিন আগেই নিঃশর্ত নাগরিকত্ব দাবিতে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে ১৩ দিন অনশন করেছিলেন৷ সেই সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি চিঠি পাঠিয়ে বার্তা পাঠিয়েছিলেন অনশনরত মতুয়া ভক্ত গোসাঁইদের কাছে। ওই চিঠি নিয়ে এসেছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী। তারা এসে অভিষেক ব্যানার্জিক বার্তা দিয়েছিলেন। তারপরেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বনগাঁয় এসে সভা করেন। নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে তিনি মতুয়া উদ্বাস্তুদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন৷  চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রাও করেছিলেন মুখ্যমন্ত্রী৷ 


মতুয়া ভক্তদের কথায় বিজেপি উদ্বাস্তু মতুয়াদের সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দেবে বলেছিল৷ কিন্তু এতগুলো বছর কেটে গেলেও হাতে গোনা কয়েকজন নাগরিকত্ব পেয়েছে৷ বহু উদ্বাস্তু মতুয়া সিএএ-তে আবেদন করলেও এখনও শুনানিতে ডাক পাননি। তাদের অনেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই৷ বিজেপি উদ্বাস্তু মতুয়াদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে হলে দাবি করেছেন একাধিক মতুয়া ভক্ত৷  

 

&t=2133s
২০২৬ ভোটের আগে মতুয়া গড়ের পাশে তৃণমূল। এক মাসের ব্যবধানে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ঠাকুরনগরে আসা তারই ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল৷